কক্সবাজারে সাগরে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ ২
প্রকাশ : ০৮-০৭-২০২৫ ১২:৪১

ছবি : সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে সাগরে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে। নিখোঁজ হয়েছেন তার ক্যাম্পাসের দুই বন্ধু। মঙ্গলবার (৮ জুলাই) সকালে হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
মৃত কে এম সাদমান রহমান সাবাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি ঢাকার মিরপুরের বাসিন্দা কে এম আনিছুর রহমানের ছেলে। বিশ্ববিদ্যালয়ের শহীদ মো. ফরহাদ হোসেন হলে থাকতেন তিনি। নিখোঁজ দুজন হলেন আসিফ আহমেদ ও অরিত্র হাসান। তারাও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একই বিভাগ ও একই হলের শিক্ষার্থী। দুজনের বাড়ি বগুড়া জেলায়।
কক্সবাজার হিমছড়ি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সোমনাথ বসু বলেন, বন্ধুরা মিলে উত্তাল সাগরে নেমেছিলেন তারা। স্রোতে তিনজন তলিয়ে যান। একজনের লাশ ভেসে আসলেও দুইজন নিখোঁজ রয়েছেন। আমরা সৈকতে আছি, তাদের উদ্ধারের চেষ্টা চলছে।
মৃতের বন্ধু আরবি বিভাগের শিক্ষার্থী রিয়াদ মিয়া বলেন, প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করে সোমবার আমরা পাঁচ বন্ধু কক্সবাজার আসি। ভোর সাড়ে ৫টার দিকে আমরা হিমছড়ি জাদুঘর সংলগ্ন সৈকতে যাই।
ছবি তোলার সময় বৃষ্টি শুরু হলে আমরা দুইজন দৌড়ে ছাতার নিচে চলে আসলেও তারা সাগরে থেকে যায়। বারবার তাদের ডাকার পরও তারা ‘আসছি, আসছি’ বলতে থাকে। মাঝিরাও তাদের উঠে যেতে বলেছেন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। রিয়াদ বলেন, কিছু সময় পর সাবাবের লাশ তীরে ভেসে আসে। অন্য দুইজনকে পাওয়া যাচ্ছে না।
বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইব বলেন, সাদমানের লাশ হিমছড়িতেই রয়েছে। অপর দুজনের সন্ধানে ফায়ার সার্ভিসের তল্লাশি চলছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, আজ সকাল নয়টার দিকে তিনি ঘটনাটি জানার পরই কক্সবাজারের পর্যটন পুলিশ ও ফায়ার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করেছেন। সাগর উত্তাল থাকায় উদ্ধার কার্যক্রম চালাতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা আসিফ খান বলেন, একজনের লাশ ভেসে আসার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ করছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com