weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শূন্য রেখার সিসি ক্যামেরা খুললো বিএসএফ

প্রকাশ : ১২-০২-২০২৫ ১১:৪১

ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তের শূন্যরেখায় অবস্থিত ঝাকুয়াটারি মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাতে দক্ষিণ বাঁশজানি এলাকায় লাগানো ক্যামেরাটি খুলে নেয় তারা। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে রবিবার (৯ ফেব্রুয়ারি) রাতে বিএসএফ গোপনে বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮-এর ৯ এস সাব পিলারের পাশে একটি মসজিদের পাশে গাছের উপর সিসি ক্যামেরাটি লাগায়। এই মসজিদ দুদেশের শূন্য রেখায় পড়ে এবং এখানে বাংলাদেশ-ভারত দুই দেশের নাগরিকরা নামাজ আদায় করে আসছে।

এ ঘটনায় সুরাহা না হওয়ায় সোমবার দিনব্যাপী বিজিবি এবং বিএসএফের ক্যাম্প ও কোম্পানি কমান্ডার পর্যায়ে কয়েক দফা তাৎক্ষণিক পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও সুরাহা হয়নি। পরে মঙ্গলবার ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক করা হয়।

কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান বলেন, ‘পতাকা বৈঠকে মসজিদের পাশে লাগানো সিসি ক্যামেরাটি খুলে নিতে সম্মতি জানানোর পর তা খুলে নিয়েছে বিএসএফ।’

মঙ্গলবারের পতাকা বৈঠকে বিজিবির পক্ষে কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান এবং বিএসএফের পক্ষে ১৬২ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ডেন্ট অনিল কুমার মনোজ নেতৃত্ব দেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন বিএনপি নেতার সারজিসের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন বিএনপি নেতার সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাদাপাথরে লুটের ঘটনায় বিএনপি নেতার পদ স্থগিত সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে অগ্রগতি দাখিলের নির্দেশ নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ নতুন ১০০ টাকার নোট বাজারে আসছে আজ চাঁদা দাবি করা চট্টগ্রামের এনসিপির নেতা নিজাম বহিষ্কার চাঁদা দাবি করা চট্টগ্রামের এনসিপির নেতা নিজাম বহিষ্কার