weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

খাগড়াছড়িতে মাদ্রাসা থেকে ফেরার পথে শিশু ধর্ষিত, দোকানি আটক

প্রকাশ : ২৩-০৭-২০২৫ ১৩:০১

ছবি : সংগৃহীত

খাগড়াছড়ি প্রতিনিধি
খাবারের লোভ দেখিয়ে খাগড়াছড়ির রামগড় উপজেলায় দ্বিতীয় শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা দোকানিকে আটক করেছে পুলিশ।

উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের রসুলপুর গ্রামের পাতাছড়া বাজার থেকে তাকে আটক করা হয় বলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন জানিয়েছেন।

আটক ৫৩ বছরের মো. শাহিন রসুলপুর গ্রামের লেদু মিয়ার ছেলে। পাতাছড়া বাজারে একটি চায়ের দোকান চালান তিনি। ‍ৃমঙ্গলবার রাতে সাত বছরের ওই শিশুকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মেয়েটির বাবা বলেন, মঙ্গলবার দুপুরে মাদ্রাসা ছুটির পর তার মেয়ে এক সহপাঠীর সঙ্গে বাড়ি ফিরছিল। পথে চা দোকানি শাহিন মিয়া মেয়েকে খাবারের লোভ দেখিয়ে ধর্ষণ করে। পরে মোটরসাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দিয়ে যায়।

তিনি বলেন, বিকালে মা ও নানি মেয়ের শরীরে রক্ত দেখে জানতে চাইলে সে ঘটনাটি জানায়। পরে তারা মেয়েকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার রোকসানা আক্তার বলেন, শিশুটির শারীরিক অবস্থা গুরুতর ছিল। তাই প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যালে পাঠানো হয়েছে।

আটক ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে জানিয়ে ওসি মোহাম্মদ মঈন উদ্দিন বলেন, মেয়েটির বাবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার