weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ১২ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খামেনির অবস্থান যুক্তরাষ্ট্র জানে, কিন্তু এখনই হত্যা নয়: ট্রাম্প

প্রকাশ : ১৮-০৬-২০২৫ ০০:১৮

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করব না, অন্তত আপাতত নয়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দাবি করেন, যুক্তরাষ্ট্র জানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ঠিক কোথায় লুকিয়ে আছেন। 

ট্রাম্প লেখেন, তিনি (খামেনি) সহজ লক্ষ্যবস্তু, তবে যে জায়গায় আছেন, নিরাপদ আছেন। আমরা তাকে অপসারণ (হত্যা) করব না। অন্তত আপাতত না।

তিনি বলেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিকদের ওপর বা মার্কিন সেনাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হোক।

এরপর হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প যোগ করেন, আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে।

আরেকটি পোস্টে ট্রাম্প সব ক্যাপিটাল অক্ষরে লিখেছেন, আনকন্ডিশনাল সারেন্ডার! (নিঃশর্ত আত্মসমর্পণ!)। তবে ট্রাম্পের এসব মন্তব্যের বিষয়ে তেহরানের কাছ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এদিকে যুক্তরাষ্ট্র সরাসরি ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানোর ঘোষণা না দিলেও ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা এখন ইরানের আকাশ পুরোপুরি এবং সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়েছি।

ট্রাম্পের এই বক্তব্যে আমরা বলতে কাকে বোঝানো হয়েছে, তা স্পষ্ট নয়।

আল-জাজিরার খবরে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ইরানের কাছে আকাশ নজরদারির ভালো প্রযুক্তি ও প্রচুর প্রতিরক্ষা সরঞ্জাম ছিল, কিন্তু সেগুলো আমেরিকান তৈরি জিনিসপত্রের সঙ্গে তুলনীয় নয়। ভালোভাবে কেউ কিছু করলে সেটি করে আমেরিকা—পুরোনো দিনের সেই আমেরিকা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক দিল্লিতে ইসি অভিমুখী মিছিল থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে অস্ট্রেলিয়া ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ফেসবুক লাইভে ১৫ আগস্ট ‘শোক দিবস’ পালনের আহ্বান জেড আই খান পান্নার ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! ৬০১ কোটি টাকার আবাসন প্রকল্প চার বছরেই বসবাসের অনুপযোগী! হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার হত্যাচেষ্টা মামলায় জামিন পেলেন অভিনেত্রী শমী কায়সার