জাতীয় চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গিয়েছিল সিংহী
প্রকাশ : ০৫-১২-২০২৫ ২২:৫৫
ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
ছুটির দিন শুক্রবার (৫ ডিসেম্বর) রাজধানীর মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের বাড়তি ভিড় হয়। এর মধ্যে বিকাল পৌনে ৫টার দিকে চিড়িয়াখানার খাঁচা থেকে বের হয়ে পড়ে একটি সিংহী।
এই পরিস্থিতিতে দ্রুত দর্শনার্থীদের চিড়িয়াখানা থেকে বের করে দেয় কর্তৃপক্ষ। এতে অনেকের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অবশ্য এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এর পৌনে দুই ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে সিংহীটিকে অচেতন করা হয়। পরে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে আবার খাঁচায় নেওয়া হয়।
চিড়িয়াখানার পরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম তালুকদার বলেন, চিড়িয়াখানার মঠ এলাকায় একটা ফিমেল (নারী) সিংহ আছে, সেটা খাঁচা থেকে বের হয়। বের হয়ে সেখানকার পানির পাম্পের পাশে হরিণের খাঁচার কাছে বসে। পরে সেটিকে ইনজেকশন দিয়ে অচেতন করা হয়।
রফিকুল ইসলাম তালুকদার বলেন, ঘটনাটা ঘটেছে বিকাল পৌনে ৫টায়। তখন এমনিতেই দর্শনার্থীদের বের হয়ে যাওয়ার সময়। ঘটনার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের বের করে দেওয়া হয়। যেহেতু চিড়িয়াখানা বন্ধের সময় হয়েছিল, তাই দর্শনার্থীরা বুঝতে পারেননি কেন বের করা হচ্ছে। কোনো দুর্ঘটনা ঘটেনি।
জাতীয় চিড়িয়াখানায় মোট পাঁচটি সিংহ ও সিংহী রয়েছে। যে খাঁচা থেকে সিংহীটি বের হয়েছে, সেটিতে কয়েক দিন আগে একটি পুরুষ সিংহ দেওয়া হয়।
কীভাবে সিংহী খাঁচা থেকে বের হলো, তা তদন্ত করে বের করা হবে বলে জানান রফিকুল ইসলাম।
সিংহীটিকে চেতনানাশকযুক্ত ইনজেকশন দিয়ে অচেতন করার পর সন্ধ্যা সোয়া ৭টার দিকে সেটিকে আবার খাঁচায় ঢোকানো হয় বলে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম আজম জানান।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com