weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি

প্রকাশ : ১৬-০৮-২০২৫ ১১:৪৮

ছবি : সংগৃহীত

খুলনা ব্যুরো
খুলনা জেলার রূপসা উপজেলার কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাখার ভল্ট ভেঙে ১৬ লাখ ১৬ হাজার টাকা চুরি হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগষ্ট) বিকাল থেকে শুক্রবার (১৫ আগস্ট ) রাত সাড়ে ১০টা পর্যন্ত যেকোনো সময়ে এ ঘটনা ঘটতে পারে বলে পুলিশ ধারণা করছে। তবে এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

ব্যাংকের শাখা ম্যানেজার কামরুল ইসলাম বলেন, ভল্টে ১৬ লাখ ১৬ হাজার টাকা ছিল; যা লুট হয়েছে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বৃহস্পতিবার বিকালে ব্যাংক বন্ধ হয়ে যায়। ওই দিন থেকে শুক্রবার রাত সাড়ে ১০টার মধ্যে যেকোনো সময়ে ঘটনাটি ঘটতে পারে।

তিনি আরো বলেন, আমরা ব্যাংক থেকে এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি। সেগুলোর চুলচেরা বিশ্লেষণ করা হচ্ছে।

এ ঘটনার সঙ্গে যেই জড়িত থাকুক না কেন, তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তবে গত রাতে ব্যাংকের কোনো প্রহরী ছিল না। এ সুযোগ বুঝে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে।

এ ঘটনায় ব্যাংকের তিনজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম বলেন, সিসি টিভি ক্যামেরাও কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়। এ ঘটনায় ব্যাংকের তিনজন নিরাপত্তা কর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি ১১০০ ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি ১১০০ চার বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস চার বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি বৈঠক শেষে কী বললেন ট্রাম্প ও পুতিন বৈঠক শেষে কী বললেন ট্রাম্প ও পুতিন