‘আলী ডাক্তার’ আটক
খুলনায় মদ পানে মৃতের সংখ্যা বেড়ে পাঁচ
প্রকাশ : ২০-০৭-২০২৫ ১২:১০

ছবি : সংগৃহীত
খুলনা ব্যুরো
খুলনায় দেশি মদ পানে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দুই দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল পাঁচ জনে। মদ তৈরির অভিযোগে হোমিও চিকিৎসক শেখ মোসলেম আলীকে (৭৮) আটক করেছে পুলিশ।
শনিবার (১৯ জুলাই) দিবাগত গভীর রাতে নগরের রায়ের মহল এলাকার মালেক সড়কের বাসা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়ভাবে ‘আলী ডাক্তার’ নামে পরিচিত মোসলেম আলীর ‘মাতৃসদন হোমিও ফার্মেসি’ নামে একটি ওষুধের দোকান আছে। তার বিরুদ্ধে অভিযোগ, এ ফার্মেসির আড়ালে তিনি নিজ বাড়িতে বিভিন্ন উপকরণ ব্যবহার করে মদ তৈরি করতেন।
শনিবার গভীর রাতে ওই ফার্মেসিতে তল্লাশি করে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেয় পুলিশ। এর আগেও মোসলেম আলী মদ বিক্রির অভিযোগ গ্রেপ্তার হন বলে পুলিশ জানায়। কিন্তু জামিনে বের হয়ে আবারো তিনি একই ব্যবসা করেন।
শনিবার সন্ধ্যার পর একজন, বিকালে নগরের পূজাখোলা এলাকায় দুজন, এর আগে সকালে একজন ও শুক্রবার রাতে একজনের মৃত্যু হয়। এই পাঁচজন হলেন রায়ের মহল মল্লিকবাড়ির বাসিন্দা সাজ্জাদ মল্লিক, বয়রা শেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু, বয়রা মধ্যপাড়ার সাবু, বয়রা জংশন রোডের বাসিন্দা গৌতম কুমার বিশ্বাস ও পাবলিক কলেজের পেছনের বাসিন্দা তোতা। সাবু ও বাবু শ্যালক-ভগ্নিপতি।
খুলনা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আবু তারেক বলেন, মোসলেম আলী ঘরে বসে মাদকের উপাদান, ঘুমের ওষুধসহ বিভিন্ন উপকরণ দিয়ে দেশি মদ তৈরি করতেন। আড়ংঘাটা থানার পূর্ব বিল পাবলা মদিনা নগর এলাকার একটি ঘেরে কয়েকজন ওই মদ পান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন স্থানে ভর্তি করা হয়।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com