weather ২২.৯৯ o সে. আদ্রতা ৬০% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

গভীর রাতে আলিয়া মাদ্রাসায় দফায় দফায় সংঘর্ষ

প্রকাশ : ২৩-১১-২০২৫ ১১:১২

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
পুরান ঢাকার বকশিবাজারের আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা শনিবার (২২ নভেম্বর) দিবাগত গভীর রাতে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। 

চকবাজার থানার এসআই আশরাফুল ইসলাম জানান, রাত ১২টার দিকে খবর পেয়ে মাদ্রাসায় বাড়তি পুলিশ ও সেনা সদস্য মোতায়েন করা হয়।

এসআই আশরাফুল বলেন, শিক্ষার্থীদের দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

রাত আড়াইটার দিকে মাদ্রাসার পরিস্থিতি ‘স্বাভাবিক’ থাকার কথা জানান তিনি। তবে কী কারণে এই সংঘর্ষের ঘটনা তা জানাতে পারেননি পুলিশের এই সদস্য।

এসআই আশরাফুল বলেন, শিক্ষার্থীদের নিজেদের মধ্যেই দুটি গ্রুপের ঝামেলার কথা শুনেছি, এখানে বাইরের কোনো পক্ষ জড়িত বলে জানা যায়নি।

এদিকে শিক্ষার্থীরা জানান, রাতে মাদ্রাসার ভেত‌রে এক‌টি মিলাদ মাহ‌ফি‌ল চলছিল। সেই মাহ‌ফি‌লে শিক্ষার্থী‌দের দু’প‌ক্ষের বাগ‌বিতন্ডা হয়। একপর্যা‌য়ে লাঠিসোঁটা নিয়ে দু’পক্ষ সংঘর্ষে জ‌ড়ি‌য়ে প‌ড়ে। এতে ১০ জন আহত হন।

আহতরা হলেন- ফাজিল দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইলিয়াস (২১), আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মহিউদ্দিন, ফাজিল তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ওমর (২২) এবং ফাজিল দ্বিতীয় বর্ষের মাবিক হোসেন (২১)। অন্যদের নাম জানা যায়নি।

মাদ্রাসার শিক্ষার্থীদের দ্বারা এ সময় দুই গণমাধ্যমকর্মী লাঞ্ছিত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মোবাইল ফোন ও লাইভ ডিভাইস কেড়ে নেন শিক্ষার্থীরা।

চকবাজার থানার প‌রিদর্শক (তদন্ত) আবুল খা‌য়ের জানান, মিলাদ মাহ‌ফিল চলাকা‌লে কো‌নো একটি বিষ‌য় নি‌য়ে শিক্ষার্থীদের দু’প‌ক্ষের ম‌ধ্যে ধাওয়া-পাল্টা হ‌য়ে‌ছে। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থলে যায়। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি শান্ত আছে। আমরা দু’পক্ষইকে বুঝিয়েছি। সংঘর্ষ এড়ানোর জন্য পুলিশ সতর্ক আছে।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে