weather ৩২.৮৭ o সে. আদ্রতা ৫২% , বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান

প্রকাশ : ৩০-০৪-২০২৫ ১৮:৩১

ছবি-সংগৃহীত

সিনিয়র রিপোর্টার
আজ রাজধানীর গাবতলী গবাদিপশুর হাট ইজারায় ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৩০ এপ্রিল) সকাল ১১টার দিকে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসানের নেতৃত্বে ঢাকা উত্তরে এই অভিযান চালানো হয়।

অভিযানে গিয়ে প্রথমেই দুদকের কর্মকর্তারা ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে দুদক কর্মকর্তারা ইজারার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় ইজারা-সংক্রান্ত যাবতীয় নথিপত্র দুদকের কর্মকর্তাদের সংগ্রহ করতে দেখা যায়।

অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসান সাংবাদিকদের বলেন, গাবতলী পশুর হাটের ইজারা নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে। সেসব অভিযোগের অনুসন্ধান করতেই অভিযান চালানো হয়। হাট ইজারাসংক্রান্ত যাবতীয় কাগজপত্র সংগ্রহ করা হয়েছে। এগুলো যাচাই করে দেখা হবে। হাট ইজারার প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি থাকায় ডিএনসিসির প্রশাসক হাটের ইজারা স্থগিত করে দিয়ে খাস আদায় চলমান রেখেছেন। 

সিটি করপোরেশনের ইজারা নীতিমালা ও সিপিটিইউর (বর্তমান বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথোরিটি-বিপিপিএ) নীতিমালার সঙ্গে কিছুটা 'কনফ্লিক্ট' (বিরোধ) আছে। সরকারি ক্রয় সিপিটিইউর (বিপিপিএ) ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু রেভিনিউ (রাজস্ব আয়) ওয়েবসাইটে প্রকাশ করা হয় না।

দুদকের অভিযানের বিষয়ে ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজ সাংবাদিকদের বলেন, 'দুদক স্বপ্রণোদিত হয়ে গাবতলী হাটের বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে। তাদের এই তদন্তকে স্বাগত জানাই। ইজারা প্রক্রিয়া-সংক্রান্ত যাবতীয় নথিপত্র দুদকের কর্মকর্তাদের কাছে দেওয়া হয়েছে। ডিএনসিসি থেকে তারা নিজেরাও বিষয়টি নিয়ে তদন্ত করছেন। যেসব কর্মকর্তার কারণে ইজারার প্রক্রিয়ায় নীতিমালার ব্যত্যয় হয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।'

পিপলসনিউজ/এসসি

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সেফ এক্সিট নিয়ে ভাবাটা হবে ‘দুঃখজনক’; উপদেষ্টা ফাওজুল কবিরের পোস্ট সেফ এক্সিট নিয়ে ভাবাটা হবে ‘দুঃখজনক’; উপদেষ্টা ফাওজুল কবিরের পোস্ট গ্রামের এক কিশোর এখন আন্তর্জাতিক গ্যাং লিডার গ্রামের এক কিশোর এখন আন্তর্জাতিক গ্যাং লিডার মালিবাগে বোরকা পরে এসে দোকানের তালা ভেঙে ৫০০ ভরি সোনা চুরি মালিবাগে বোরকা পরে এসে দোকানের তালা ভেঙে ৫০০ ভরি সোনা চুরি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিভাজন, দ্রুত সুপারিশ করবে ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক বিভাজন, দ্রুত সুপারিশ করবে ঐকমত্য কমিশন বিশ্ববাজারে রুপার দামও ইতিহাসে সর্বোচ্চ বিশ্ববাজারে রুপার দামও ইতিহাসে সর্বোচ্চ