সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা নিরব
গাসিকে ব্যাপক দুর্নীতি করেও বহাল তবিয়তে প্রকৌশলী সুদীপ বসাক
প্রকাশ : ০৯-০৯-২০২৫ ১৭:২০

প্রকৌশলী সুদীপ বসাক, ছবি : সংগৃহীত
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনে (জিসিসি) দুর্নীতি, অবৈধ নিয়োগ, স্বজনপ্রীতি, আর্থিক অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তত্ত্বাবধায়ক প্রকৌশলী সুদীপ বসাক এখন নজিরবিহীন বিতর্কের কেন্দ্রে। তার বিরুদ্ধে শতাধিক অভিযোগ রয়েছে, তবে রহস্যজনক কারণে প্রশাসন ও স্থানীয় কর্তৃপক্ষ এসবের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।
সুদীপ বসাক ২০২২ সালে গাজীপুর সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে যোগদান করেন। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে প্রকল্পে অনিয়ম, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ নিয়োগ ও স্বজনপ্রীতির।
একাধিক সূত্রের দাবি, তিনি নিজের ক্ষমতা প্রয়োগ করে বিভিন্ন বিভাগে নিয়োগ দিয়েছেন; যা সম্পূর্ণভাবে বিধিবহির্ভূত এবং অনিয়মের নামান্তর। এমনকি, চাকরি স্থায়ী করার সময়ও নিয়ম ভেঙেছেন তিনি।
সূত্রে জানা যায়, সুদীপ বসাক বিভিন্ন প্রকল্পে নিম্নমানের যন্ত্রপাতি, পরিষেবা ও নির্মাণ কাজের মাধ্যমে ব্যাপক অনিয়ম করেছেন। একাধিক প্রকল্পে তার শেয়ারিং ব্যবস্থাপনা, অর্থের ভাগ-বাটোয়ারা এবং অবৈধ লাভের ফলে গাজীপুর সিটি করপোরেশনের টাকা অপচয় হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
বিশেষভাবে উল্লেখ্য, তার বিরুদ্ধে সিটি করপোরেশনে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ-তেল-মোবিল, খাল খনন, ব্যবস্থাপনা পানি সরঞ্জামাদি, বিদ্যুৎ ব্যবস্থাপনা সরঞ্জামাদি ব্যবস্থাপনাসহ অন্যান্য সরঞ্জামাদি ক্রয়ের ক্ষেত্রে ব্যাপক আর্থিক দুর্নীতির অভিযোগ আছে।
দুর্নীতি, অবৈধ নিয়োগ এবং অনিয়মের বিরুদ্ধে প্রশাসন কিছু না করলেও, সিটি করপোরেশনের অনেক কর্মকর্তা এবং সচেতন মহল জানিয়েছেন, সুদীপ বসাকের প্রতি প্রশাসনিক সহানুভূতির কারণে তার বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
তারা আরো জানান, সুদীপ বসাক গাজীপুরের প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন, যার ফলে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলো ধামাচাপা পড়ে যায়।
একটি তদন্ত প্রতিবেদন থেকে জানা যায়, সুদীপ বসাকের জীবনযাপন যথেষ্ট আভিজ্ঞানপূর্ণ এবং তিনি বিপুল পরিমাণে অপ্রকাশিত সম্পত্তি অর্জন করেছেন।
সূত্রমতে, তিনি কয়েকটি বিলাসবহুল বাড়ি, ফ্ল্যাট ও গাড়ির মালিক। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, এসব সম্পত্তি অর্জন করেছেন দুর্নীতি এবং অবৈধ কার্যকলাপের মাধ্যমে। তার আয় ও খরচের মধ্যে বড় ব্যাপক ফারাক রয়েছে, যা তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।
গাজীপুরের সচেতন নাগরিকরা দাবি করছেন, যে ব্যক্তি অজস্র দুর্নীতির সঙ্গে যুক্ত, তাকে আইনের আওতায় আনা উচিত।
গাজীপুর সিটি করপোরেশনের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সুদীপ বসাক প্রশাসন ও রাজনৈতিক নেতাদের সুবিধা দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন; যার ফলে তার বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নেওয়া হয় না।
তাদের মতে, সুদীপ বসাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ চরম আকার ধারণ করেছে, তবে প্রশাসন ও সিটি করপোরেশন যারপরনাই নীরব। তিনি গাজীপুর সিটির নানা কর্মকাণ্ডে তার প্রভাব বিস্তার করে নিয়েছেন; যা সিটি করপোরেশনের জন্য একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে।
সচেতন নাগরিক ও কর্মকর্তাদের দাবির প্রতি গুরুত্ব দিয়ে, দ্রুত এ বিষয়ে তদন্ত ও আইনি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
সকল অভিযোগ অস্বীকার করে সুদীপ বসাক বলেন, আমার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করছে। আমি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নই। নিয়ম না মেনে কখনো কোনো কাজ করি না। চাইলে তদন্ত করে দেখতে পারে সংশ্লিষ্টরা।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com