weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

চট্টগ্রামে রিকশা নালায় পড়ে ৭ মাসের শিশু তলিয়ে গেল

প্রকাশ : ১৯-০৪-২০২৫ ১১:৫১

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের বৃষ্টির মধ্যে সড়কের পাশে নালায় রিকশা পড়ে সাত মাসের শিশু সেহলিজ তলিয়ে গেছে। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ৮টার দিকে চকবাজারে কাপাসগোলা ব্রিজের এ ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদি হাসান তুহিন বলেন, রাতে সেহলিজকে নিয়ে তার মা ও নানি কালভার্টের পাশের গলি দিয়ে রিকশায় করে বাসায় ফিরছিলেন। তখন রিকশাটি পাশের নালায় পড়ে যায়। শিশুটিকে তার মা ধরে রাখলেও নালায় স্রোতের কারণে হাতছাড়া হয়ে তলিয়ে যায়।

শিশুটির মা ও নানীকে উদ্ধার হলেও শিশুটিকে পাওয়া যায়নি। তাকে উদ্ধারের চেষ্টা চলছে বলে স্টেশন অফিসার মেহেদি জানান।

নিখোঁজ শিশু সেহলিজের মা সালমা বেগম জানান, তারা কাপাসগোলায় এক আত্মীয়ের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ফেরার পথে অটোরিকশা ঘোরাতে গিয়ে সেটি খালের মধ্যে পড়ে যায়।
বন্দর নগরী চট্টগ্রামে বৃষ্টির মওসুমে ভরা নালা ও খালে পড়ে প্রাণহানির নজির পুরোনো।

এর আগে ২০২৪ সালের জুনে চট্টগ্রামের বন্দর থানার পশ্চিম গোসাইলডাঙ্গা ও আবিদার পাড়ার মাঝামাঝি এলাকার খাল থেকে আট বছর বয়সী শিশুর লাশ উদ্ধার করা হয়। সিডিএর জলাবদ্ধতা প্রকল্পের আওতায় তৈরি করা বক্স ড্রেনের ঢাকনা খোলা থাকায় শিশুটি খেলতে গিয়ে খালে পড়ে যেতে পারে তখন স্থানীয়রা বলছিলেন।

২০২৩ সালে বন্দর নগরীতে নালায় ডুবে যায় এক শিশু। দুই বছরের সেই শিশুটি বাসার কাছেই ড্রেনে পড়ে তলিয়ে যায়। সেসময় টানা বৃষ্টিতে নগরীর খাল ও নালাগুলো ভরে যায়। তার মধ্যে ওই দুর্ঘটনা ঘটে।

২০২১ সালের ৩০ জুনে চট্টগ্রামে ষোলশহর দুই নম্বর গেইট এলাকার চশমা হিলে অটোরিকশা ড্রেনে পড়ে চালক ও যাত্রীর প্রাণ যায়। এরপর ২৫ আগস্ট মুরাদপুর এলাকায় খালে পড়ে তলিয়ে যান সালেহ আহমদ নামে একজন। ফুটপাত দিয়ে যাওয়ার সময় পা পিছলে তিনি ভরা নালায় পড়ে যান বলে প্রত্যক্ষদর্শীদের একজন বলেন।

সেপ্টেম্বরের শেষের দিকে আগ্রাবাদে নবী টাওয়ারের কাছাকাছি নাছিরছড়া খালে পড়ে তলিয়ে যায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদিয়া। পাঁচ ঘণ্টার চেষ্টায় কয়েক টন আবর্জনার স্তূপ সরিয়ে ১৯ বছরের সাদিয়ার লাশ উদ্ধার হয়।

এরপর ওই বছরের ডিসেম্বরে ‘খেলনা কুড়াতে’ চশমা খালে নেমে ১১ বছরের এক শিশু তলিয়ে যায়। এর আগের বছরগুলোতেও চট্টগ্রামে নালা ও খালে পড়ে প্রাণহানির নজির রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে