চট্টগ্রামে সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ, দগ্ধ ১০
প্রকাশ : ১৭-০৯-২০২৫ ১১:৩৮

ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকার মাহবুব রহমান ট্রেডার্সে এ বিস্ফোরণের ঘটনা ঘটে বলে ফায়ার সার্ভিস জানায়।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বিস্ফোরণের পর আগুন ধরে গেলে সেখানে বেশ কয়েকজন আহত হন। চন্দনাইশ ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয়রা জানান, সকালে ট্রাক থেকে গ্যাস সিলিন্ডার নামানোর সময় কোনোভাবে আগুন লেগে গেলে বিস্ফোরণ ঘটে। পরে আগুন গুদামে ছড়িয়ে পড়ে। সিলিন্ডারগুলো বিস্ফোরিত হয়ে এদিক ওদিক ওড়ে যায়।
দগ্ধরা হলেন– ওই দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সৌরভ রহমান (২৫), মো কপিল (২২), মো রিয়াজ (১৭), মো. ইউনুচ (২৬), মো. আকিব (১৭), মো. হারুন (২৯), মো.ইদ্রিস (৩০), মো. লিটন (২৮) ও মো. সালেহ (৩৩) ।
তাদের শরীরের ২০ থেকে ৭০ শতাংশ ঝলসে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
চন্দনাইশ ফায়ার স্টেশন সূত্র জানায়, গ্যাস সিলিন্ডারের বোতল আনলোড করার সময় এক শ্রমিক ধূমপান করছিলেন। এ সময় হঠাৎ আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরিত হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন জানান, দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাদের ৩৬ নম্বর বার্ন অ্যান্ড প্লাস্টিক প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তির জন্য পাঠান। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com