weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

প্রকাশ : ১৬-০৮-২০২৫ ১৬:৫৫

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার একটি আবাসিক মাদ্রাসায় দুই শিশু শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে। মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়া হয় তাদের। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তারা।

শনিবার (১৬ আগস্ট) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হলেন, গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) ও একই ইউনিয়নের বেগপুর গ্রামের সবুর আলীর মেয়ে জামিলা খাতুন (১০)।

জানা যায়, ডুবার মোড় শেফালী বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে ও বমি করতে শুরু করে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ তাদেরকে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার আব্দুল আলিম বলেন, ভোররাত সাড়ে ৩টার দিকে দুইজন বাচ্চাকে মাদ্রাসা কর্তৃপক্ষ হাসপাতালে নিয়ে আসে। তাদের মধ্যে জামিলা নামক বাচ্চাটি মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল এবং তানিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তানিয়ার পায়ে দাগ ছিল এবং জমিলার গায়ে হলুদভাব দেখা গেছে। ধারণা করা হচ্ছে, সাপ বা অন্য কোনো বিষাক্ত প্রাণীর কামড়ে তাদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তে বিস্তারিত জানা যাবে।

মাদ্রাসার পরিচালক আশরাফ আলী বলেন, শুক্রবার রাতে মাদ্রাসায় ১৩ জন ছাত্রী একসঙ্গে ঘুমিয়ে পড়ে। ভোররাতে দুজন ছাত্রী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, মধ্যরাতের দিকে মাদ্রাসায় থাকা অবস্থায় তাদের বমি হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক বনানীর সিসা লাউঞ্জে যুবক হত্যার ঘটনায় র‌্যাবের চাঞ্চল্যকর তথ্য বনানীর সিসা লাউঞ্জে যুবক হত্যার ঘটনায় র‌্যাবের চাঞ্চল্যকর তথ্য পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় দুই শতাধিক মৃত্যু পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় দুই শতাধিক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু চাঁপাইনবাবগঞ্জে মাদ্রাসার দুই শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া