চুয়াডাঙ্গায় পূর্ব বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ২০-০৯-২০২৫ ১৬:২৪

ছবি : সংগৃহীত
চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় পূর্ব বিরোধের জেরে দুই সহোদরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে জীবননগরের উথলি গ্রামে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস।
নিহতরা হলেন- মিন্টু আনোয়ার (৬৫) ও আমির হামজা (৪৮)। তারা ওই গ্রামের বড় মসজিদ পাড়ার মৃত খোদবকসের ছেলে।
স্থানীয়দের বরাতে ওসি মামুন হোসেন বিশ্বাস বলেন, গরু বেচাকেনা নিয়ে দুই ভাইয়ের গ্রামের কিছু লোকজনের সঙ্গে বিরোধ ছিল। এর মধ্যে শনিবার সকালে দুই ভাই মাঠে কাজ করতে গিয়েছিলেন। সেখানে পূর্ব বিরোধের জের ধরে দুই ভাইয়ের ওপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন এবং কুপিয়ে ও পিটিয়ে পালিয়ে যায়।
মারাত্মক আহত অবস্থায় তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরেক ভাইও মারা যান।
ওসি মামুন আরো বলেন, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ওয়াহিদ মাহমুদ রবিন জানান, দুইজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে হামজা নামের একজন আগেই মারা যান। অপর ব্যক্তি মিন্টু চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com