weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭৯% , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর সাক্ষাৎ

জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ আসেনি

প্রকাশ : ২৫-০৫-২০২৫ ১১:৩১

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক প্রত্যাশিত ফল বয়ে আনেনি। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সুস্পষ্ট কোনো রোডম্যাপ উপস্থাপন বা প্রতিশ্রুতি না থাকায় দলটি ব্যাপকভাবে অসন্তুষ্ট। প্রধান উপদেষ্টা শুধুমাত্র ডিসেম্বর ২০২৫ থেকে জুন ২০২৬ সালের মধ্যে নির্বাচনের কথা পুনরায় উল্লেখ করেছেন; যা পূর্বেই বলা হয়েছিল।

শনিবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় এক ঘণ্টাব্যাপী এই আলোচনার পর বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গেও প্রধান উপদেষ্টার বৈঠক হয়।

বৈঠকটি এমন একটি প্রেক্ষাপটে অনুষ্ঠিত হয়, যখন সেনাপ্রধানের নির্বাচন নিয়ে মন্তব্য, সরকারের অভ্যন্তরে মতবিরোধ এবং প্রধান উপদেষ্টার সম্ভাব্য পদত্যাগ নিয়ে জল্পনা-কল্পনায় রাজনৈতিক অঙ্গন উত্তাল। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচনের একটি সুস্পষ্ট রোডম্যাপ দাবি করা হয়েছে।

একই সঙ্গে তারা সংস্কারেরও পৃথক রোডম্যাপ চায়। অন্যদিকে এনসিপি দাবি করেছে জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন এবং গণপরিষদ ও আইন সভা নির্বাচনের সমন্বিত রোডম্যাপ একত্রে ঘোষণা করা হোক।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, বৈঠকের কোনো কার্যকর ফলাফল নেই। তিনি জানান, বড় রাজনৈতিক ঘটনার প্রেক্ষিতে তারা প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আশা করেছিলেন। কিন্তু প্রধান উপদেষ্টা শুধুমাত্র শুনেছেন, নির্বাচনের রোডম্যাপ সম্পর্কে কোনো সুস্পষ্ট বক্তব্য দেননি।

বৈঠক সূত্রে জানা যায়, যখন বিএনপি নির্বাচনের রোডম্যাপ দাবি করে, তখন প্রধান উপদেষ্টা শুধুমাত্র ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের পুরনো বক্তব্যই পুনর্ব্যক্ত করেন। তখন বিএনপির এক নেতা বলেন, সংস্কার ও বিচার দৃশ্যমান হলে ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, কিন্তু এ বিষয়ে প্রধান উপদেষ্টা কিছু বলেননি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, রোডম্যাপ বিষয়ে সুনির্দিষ্ট কিছু জানাননি প্রধান উপদেষ্টা। আমরা আমাদের দাবিগুলো লিখিতভাবে তাকে দিয়েছি। তারা পরে জানাতে পারেন। আলোচনায় সন্তুষ্ট কিনা, এমন প্রশ্নে সালাহউদ্দিন বলেন, এখনই প্রতিক্রিয়া জানানোর প্রয়োজন নেই। তাদের প্রেস প্রতিক্রিয়ার পর আমরা জানাব।

বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিএনপি সজীব ভূঁইয়ার পদত্যাগের দাবি জানিয়ে আসছে, তাই বৈঠকে তার উপস্থিতিতে বিএনপি নেতারা বিরক্ত প্রকাশ করেন।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, আমাদের আলোচনার মূল বিষয় ছিল সংস্কার, বিচার ও নির্বাচন। আমরা বলেছি, এই তিনটি বিষয়ের পারস্পরিক সম্পর্ক নেই। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। আমরা আশা করি, এই সরকার সর্বসম্মতভাবে একটি সংস্কারের রূপরেখা দেবে। ভবিষ্যতে জনগণ যদি আমাদের ক্ষমতায় বসায়, আমরা সেগুলোর বাস্তবায়নে কাজ করব। আমরা দ্রুত রোডম্যাপ প্রণয়নের দাবি জানিয়েছি, যাতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হয়।

খন্দকার মোশাররফ আরো বলেন, দেশের মানুষ বিশ্বাস করে, অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা। নির্বাচন বিলম্বিত হলে দেশে স্বৈরাচারের পথ প্রশস্ত হবে, যার দায় বর্তমান সরকার ও সংশ্লিষ্টদের ওপর বর্তাবে। বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি। বরং এই সরকারকে শুরু থেকেই সহযোগিতা করে আসছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, দুই ছাত্র উপদেষ্টা এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগের দাবি আমরা লিখিতভাবে জানিয়েছি। তাদের কার্যক্রম সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ন করছে। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বৈঠকে সংস্কার, বিচার ও নির্বাচন-এই তিনটি বিষয়ে আলোচনা হয়েছে। ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব-এমন কথাও আলোচনায় এসেছে।

বৈঠকে বিএনপির প্রতিনিধিদলে ছিলেন খন্দকার মোশাররফ হোসেন, আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা রাত পৌনে ৮টায় যমুনায় প্রবেশ করেন এবং রাত ৮টা ৩৫ মিনিটে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সারাংশ তুলে ধরেন।

জামায়াতও রোডম্যাপ চায়: বৈঠক শেষে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, নির্বাচন কবে হবে তা স্পষ্ট করে বলা দরকার। তিনি বলেন, ঘোষিত সময়সীমার মধ্যেই যাতে জনভোগান্তি ছাড়াই একটি শান্তিপূর্ণ নির্বাচন হতে পারে, সেটিই জনগণের প্রত্যাশা। অর্থবহ সংস্কারের মাধ্যমে অর্থবহ নির্বাচন সম্ভব, যদি সব পক্ষ এগিয়ে আসে।

তিনি আরো বলেন, সমাজে যে অস্থিরতা ছিল, তা কিছুটা কেটেছে। কিন্তু স্থায়ী সমাধান প্রয়োজন। দুটি রোডম্যাপ-সংস্কার ও নির্বাচনের-ঘোষণা করলেই অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। শফিকুর রহমান মনে করেন, সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে না। তিনি বলেন, সরকার মাত্র পাঁচটি সংস্কারে হাত দিয়েছে, সেগুলোর সন্তোষজনক নিষ্পত্তি হওয়া প্রয়োজন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা কোনো উপদেষ্টার পদত্যাগ চাননি। আরেক প্রশ্নের জবাবে বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের নির্দিষ্ট সময় বলেননি, শুধু শুনেছেন। তবে তিনি একটি অর্থবহ নির্বাচন চান- এটি তাদের কাছে ইতিবাচক লেগেছে। জামায়াতের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

আগের নির্বাচন বাতিলের দাবি এনসিপির : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে অনুষ্ঠিত সব জাতীয় ও স্থানীয় নির্বাচন অবৈধ ঘোষণা করতে হবে। শনিবার রাত সোয়া ১০টায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এ দাবি জানান এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

তিনি বলেন, শেখ হাসিনা ফ্যাসিবাদী শাসনের মাধ্যমে যেসব নির্বাচন করেছেন, সেখানে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। রাতের আঁধারে ভোট হয়েছে, ডামি প্রার্থী দাঁড় করানো হয়েছে। তিনি দাবি করেন, সেই নির্বাচনগুলো আদালতে নেওয়া হচ্ছে, যা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তাই সেসব নির্বাচনকে অবৈধ ঘোষণা করাই একমাত্র সমাধান।

নাহিদ বলেন, আমরা নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখতে পারছি না। কমিশন পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচন দ্রুত আয়োজনের জন্য প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ এবং গণপরিষদ ও আইন সভার নির্বাচন- এই তিনটির সমন্বিত রোডম্যাপ একত্রে ঘোষণা করতে হবে।

এনসিপির চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব এবং সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। রবিবার (২৫ মে) প্রধান উপদেষ্টা আরো কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ড. মইনুলের বিরুদ্ধে অর্থ পাচারসহ অস্ট্রেলিয়ায় তিন বাড়ির সত্যতা পেয়েছে দুদক ড. মইনুলের বিরুদ্ধে অর্থ পাচারসহ অস্ট্রেলিয়ায় তিন বাড়ির সত্যতা পেয়েছে দুদক শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত