weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে বিদ্যুতায়িত ঘরে মা-মেয়ের অর্ধগলিত মরদেহ

প্রকাশ : ৩০-০৯-২০২৫ ১২:৩৪

ছবি : সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও সদর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে থাকা ঘর থেকে মা ও মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের মাদারগঞ্জ গ্রামের নিজ বাড়ির ঘর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
 
ভূল্লী থানার এসআই দিন মোহাম্মদ খবরের সত্যতা নিশ্চিৎ করেন। মৃতরা হলেন- সুমিলা রানী (৪০) ও তার মেয়ে শাপলা (২০)। সুমিলা ওই গ্রামের জগদীশ রায়ের দ্বিতীয় স্ত্রী।

স্থানীয়দের ভাষ্যমতে, শাপলা একজন প্রতিবন্ধী ছিলেন। গ্রামের কিছুটা নির্জন এলাকায় ওই বাড়িতে জগদীশ রায় থাকতেন না। প্রতিবন্ধী মেয়েকে নিয়ে সুমিলা রানী দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করছেন। তবে কয়েকদিন ধরে তাদের কোনো সাড়া-শব্দ না পাওয়া যাচ্ছিল না।

এসআই দিন মোহাম্মদ বলেন, সোমবার বিকালে এনজিও কর্মী কিস্তির টাকা নিতে ওই বাড়িতে যান। তিনি পঁচা দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।

তিনি বলেন, ঘরের দরজা ভেতর থেকে লক করাছিল। তা ভাঙতে গেলে দেখা যায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে আছে। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ঘরের দরজা ভেঙে দুজনের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ। 

স্থানীয় বাসিন্দা বিশ্বজিৎ রায় বলেন, আমরা ঘরের দরজা খুলতে গেলে কারেন্টের শক খাই। এরপর টেস্টার দিয়ে দেখা যায় পুরো ঘর বিদ্যুতায়িত হয়ে আছে। পরে বিদ্যুৎ অফিসের লোক এসে সংযোগ বন্ধ করে।

উপ-পরিদর্শক দিন মোহাম্মদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কয়েকদিন আগেই তাদের মৃত্যু হয়েছে। তারপরও মৃত্যুর কারণ আরো নিশ্চিত হওয়ার জন্য দুজনের লাশ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রিপোর্ট আসলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে এবং এ ঘটনায় আপাতত থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু