weather ২৬.০৬ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু

প্রকাশ : ১৩-০৬-২০২৫ ১৫:৫০

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক শুরু হয়েছে। যুক্তরাজ্যের লন্ডনের ডরচেস্টার হোটেলে শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা ২টা) বৈঠকটি শুরু হয়।

যুক্তরাজ্যের লন্ডনের বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন গণমাধ্যমকে বৈঠক শুরুর কথা জানিয়েছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়-বিতর্কের মধ্যে বৈঠকটি হচ্ছে। গত বছরের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটি অন্তর্বর্তী সরকারের প্রধান ও দেশের বৃহত্তম রাজনৈতিক দল বিএনপির দ্বিতীয় শীর্ষ নেতার প্রথম সাক্ষাৎ বা বৈঠক। গুরুত্বপূর্ণ সংস্কার ও নির্বাচনের সময়সহ বহু অমীমাংসিত বিষয় সামনে রেখে এ বৈঠককে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে।

বৈঠক শেষে বিএনপির পক্ষ থেকে লন্ডনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ব্রিফিং করতে পারেন বলে জানা গেছে।

সরকারের দিক থেকে বৈঠকে কী কী বিষয় আলোচনায় প্রাধান্য পেতে পারে, তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই বহুল প্রতীক্ষিত বৈঠকটি বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হতে পারে। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের সময় নির্ধারণ নিয়ে যে মতবিরোধ এবং রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়েছে, সেটির সমাধানে এই সংলাপ একটি সম্ভাব্য মোড় পরিবর্তনের সূচনা করতে পারে বলে তাদের অভিমত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, প্রধান উপদেষ্টা সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন। বিএনপি আশাবাদী, এই আলোচনার মাধ্যমে রাজনৈতিক পরিবেশে ইতিবাচক বার্তা পৌঁছাবে এবং নির্বাচন ঘিরে যে উত্তেজনা ও জটিলতা তৈরি হয়েছে, তা কিছুটা হলেও প্রশমিত হবে। তার ভাষায়, সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, এই বৈঠক বাংলাদেশের রাজনীতিতে একটি টার্নিং পয়েন্ট হিসেবে প্রমাণিত হতে পারে। অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক অচলাবস্থা সহজ হয়ে যেতে পারে, এবং একটি নতুন দিগন্তের উন্মোচন হতে পারে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি