weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৩% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে দীর্ঘ এলাকায় থেমে থেমে যানজট

প্রকাশ : ১৪-০৬-২০২৫ ১৩:২৮

ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা মানুষের ঢল নামায় শনিবার (১৪ জুন) সকাল থেকে প্রায় ১৪ থেকে ১৭ কিলোমিটার এলাকাজুড়ে যানজট দেখা দিয়েছে। যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত থেমে থেমে যান চলাচল করছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা, বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধরা অতিরিক্ত গরমের কারণে বিপাকে পড়েছেন।

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, শনিবার ভোর থেকে এই যানজট শুরু হয়েছে। তিনি বলেন, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং সড়কে শৃঙ্খলা না মানার কারণেই যানজট সৃষ্টি হয়েছে। পুলিশের একাধিক টিম যানজট নিরসনে কাজ করছে এবং দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছি।

এদিকে, যমুনা সেতুর পশ্চিম অংশ, অর্থাৎ সিরাজগঞ্জ অংশে সকাল থেকে পরিবহনের বাড়তি চাপ থাকলেও যানজট নেই বলে জানিয়েছে যমুনা সেতু পশ্চিম থানার ওসি আসাদুজ্জামান। তিনি বলেন, মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে, তবে যান চলাচল থেমে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ শরীফ জানান, অতিরিক্ত যানবাহনের চাপে শুধু টাঙ্গাইল নয়, সিরাজগঞ্জের অংশেও কিছু সময় যানজট হয়েছিল। সেই প্রভাব এসে পড়েছে টাঙ্গাইল অংশে। এছাড়া রাতের দিকে যমুনা সেতুর ওপর একটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। দুর্ঘটনাকবলিত গাড়িটি সরিয়ে নিতে কিছুটা সময় লেগেছে। ফলে সেতুতে যানবাহনের গতি শ্লথ হয়ে পড়ে।

রাতের ওই দুর্ঘটনার পরপরই টোল আদায়েও ধীরগতি দেখা দেয়, যার কারণে মহাসড়কে গাড়ির সারি দীর্ঘ হতে থাকে। সকালের দিকে ঢাকাগামী লেনে যানবাহনের চাপ আরো বেড়ে যায়। মানুষ বাস, ট্রাক, মোটরসাইকেল— যে যেভাবে পারছে ঢাকার দিকে ছুটছে। সেতুর পশ্চিম টোল প্লাজায় টোল আদায়ে সময় বেশি লাগায় সেখানে যান চলাচল বারবার ধীর হয়ে পড়ছে।

যাত্রীদের মধ্যে আশুলিয়ার বাসিন্দা আরিফ হোসেন জানান, আগে কখনো ঈদের পর ফেরার সময় এমন যানজটে পড়িনি। এবারই প্রথম এমন অভিজ্ঞতা। রোদ না থাকলেও প্রচণ্ড গরমে বাসে বসে থাকা যাচ্ছে না। বিশেষ করে ছোট বাচ্চা আর বৃদ্ধরা খুব কষ্ট পাচ্ছেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ সদস্যরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টোল প্লাজায় অতিরিক্ত টোল বুথ চালু রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরো কিছুটা সময় লাগবে বলেও ইঙ্গিত দিয়েছেন কর্মকর্তারা।

ঈদের ছুটির পর কর্মস্থলে ফেরা মানুষের ঢল অব্যাহত থাকায় পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে শনিবার সন্ধ্যা পর্যন্ত সময় লাগতে পারে বলে মনে করছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে