weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নরসিংদীতে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

প্রকাশ : ১৫-০৯-২০২৫ ১৬:৩০

ছবি : সংগৃহীত

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর রায়পুরা উপজেলায় দোকান থেকে বাড়ি ফেরার পথে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জঙ্গি শিবপুর এলাকার আড়িয়াল খাঁ নদের তীর থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান।

নিহত মানিক মিয়া রায়পুরার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।

পেশায় মুদি ব্যবসায়ী মফিজের লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়রা বলেন, মানিক মিয়া দোকান বন্ধ করে রাত ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার জন্য রওনা দিয়েছিলেন। পরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।

রাত ১টার দিকে দোকানে খোঁজ করতে যাওয়ার পথে মানিক মিয়ার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে তার মোবাইল ফোনসহ কোনোকিছু লুট হয়নি।

নিহতের ভাই আরিফ মিয়া বলেন, ভাই প্রতিদিন রাত ৯টার মধ্যে বাড়ি চলে আসতেন। রবিবার ১০টা পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় তার মোবাইল নম্বরে অনেকবার ফোন করা হলেও রিসিভ করেননি৷ পরে রাত ১টার সময় খুঁজতে গিয়ে দেখি তার গলাকাটা রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে আছে।

জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুজন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। তার গলার পেছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়া কোপানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল, টর্চ লাইট ও কিছু টাকা পাওয়া গেছে। তবে হত্যায় ব্যবহৃত কোনো অস্ত্র উদ্ধার হয়নি। হত্যার কারণ এখনো জানা যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু