নাটোরে ষাটোর্ধ্ব নারীর থেতলানো লাশ নিজ ঘরে
প্রকাশ : ০৬-১০-২০২৫ ১০:৫৭

ছবি : সংগৃহীত
নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে এক নারীর চোখ-মুখ থেতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বনপাড়া সরদার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইফতে খায়ের আলম জানিয়েছেন।
নিহত ৬৯ বছর বয়সী মমতাজ বেগম বড়াইগ্রামের বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকার শফিউল্লাহ ইঞ্জিনিয়ারের স্ত্রী। এ ঘটনায় মমতাজের বাড়ির গৃহকর্মী ৪০ বছর বয়সী সুফিয়া বেগম ও ৬১ বছর বয়সী কাজী আবু শামাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
পরিবারের বরাতে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে মমতাজ বেগম গৃহকর্মীদের নিয়ে বাড়িতে থাকতেন। তার সন্তানরা বাইরে থাকেন। রবিবার রাতে এশার নামাজের পরে গৃহকর্মী আবু শামা ওই বাড়িতে গিয়ে দেখেন, মমতাজ চোখ-মুখ থেতলানো এবং রক্তাক্ত অবস্থায় নিজ ঘরের মেঝেতে পড়ে আছেন। তখন শামার চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা গিয়ে দ্রুত মমতাজকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ পুলিশ কর্মকর্তা বলেন, মমতাজ বেগমের পরিহিত কিছু স্বর্ণালংকার শরীরে ছিল না। যতটুকু তথ্য পেয়েছি, তাতে প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে মনে হয়েছে। পূর্ব শত্রুতা বা সম্পতির জেরে এমনটা ঘটেছে কিনা আমরা খতিয়ে দেখছি। জিজ্ঞাসাবাদের জন্য আমরা দুই গৃহকর্মীকে আটক করেছি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম জানান।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com