weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

নারীকে ১১ টুকরা করে হত্যা, স্বামী পলাতক

প্রকাশ : ১০-০৭-২০২৫ ১৬:১৭

ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার একটি বাসায় একজন নারীকে ১১ টুকরা করে হত্যা করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাত একটার দিকে নগরের একটি ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। এর পর থেকে তার স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনিই হত্যাকারী বলে সন্দেহ করছে পুলিশ।

নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম। তার স্বামীর নাম মো. সুমন।

পুলিশ বলছে, ওই নারীকে হত্যায় ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাড় থেকে মাংস কেটে ফেলা হয়েছে। ১১টি টুকরা ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যান খুনি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

ওসি মোহাম্মদ কামরুজ্জামান আরো বলেন, ১০ বছর আগে সুমনের সঙ্গে ফাতেমার বিয়ে হয়। তাদের আট বছর বয়সী একটি সন্তান রয়েছে। সুমন পেশায় পিকআপচালক। ঘটনার সময় বাসায় তারা স্বামী-স্ত্রী ছিলেন। একমাত্র সন্তান ছিলেন আত্মীয়ের বাসায়।

পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় স্ত্রীকে খুন করা হয়েছে বলে জানিয়েছেন ওসি কামরুজ্জামান। তিনি বলেন, পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে ফাতেমা ও সুমনের মধ্যে ঝগড়া চলে আসছিল। নিহত ফাতেমার পুরো শরীরে আঘাতের চিহ্ন। তার পুরো শরীর ক্ষতবিক্ষত করার পর কেটে ১১ টুকরা করা হয়।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা