weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৮৪% , বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫, ২৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

পুকুরে ঝাপিয়ে মায়ের কুলখানি খাওয়ার আকুতি আসামির

প্রকাশ : ১৩-০৫-২০২৫ ১১:১১

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় পলাতক ছিলেন কক্সবাজার সদরের খুরুশকুল ইউনিয়ন পরিষদের সদস্য আবু বক্কর ছিদ্দিক বাবুল (৪০)। খোঁজ পেয়ে তাকে গ্রেপ্তার করতে গেলে তিনি একটি পুকুরে ঝাঁপ দেন। সেখানে দাঁড়িয়ে মায়ের কুলখানির জন্য একদিন সময় চান বাবুল। তবে স্থানীয়দের সহায়তায় বাবুলকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের আগে পুলিশকে হাতজোড় করে বাবুল বলেন, ‘আমার মা মারা গেছেন, কাল কুলখানি। আজ গ্রেপ্তার করবেন না, একদিন সময় দেন।’ সোমবার (১২ মে) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তাকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। গ্রেপ্তার আবু বক্কর ছিদ্দিক বাবুল খুরুশকুল ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য।

বাবুলকে গ্রেপ্তারের ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কক্সবাজার সদর থানার কর্মকর্তা নুর মোহাম্মদের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তারে চেষ্টা চালায়। পুলিশ দেখে আত্মরক্ষায় বাবুল পুকুরের নেমে মাঝ বরাবর দাঁড়িয়ে পুলিশকে হাতজোড় করে বলেন, ‘আমার মা মারা গেছেন, কাল কুলখানি। আজ গ্রেপ্তার করবেন না, একদিন সময় দেন।’ তবে পুলিশ তার অনুরোধ রাখেনি। স্থানীয়দের সহায়তায় তাকে পুকুর থেকে তুলে থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি সদস্য বাবুলের মা গত ৮ মে মারা যান। ১৩ মে তার কুলখানি হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে তিনি পুলিশকে অনুরোধ করেছিলেন যেন কুলখানির দিন পর্যন্ত তাকে গ্রেপ্তার না করা হয়।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াস খান জানান, জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্রদের মিছিলে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ইউপি সদস্য বাবুলও একজন অভিযুক্ত। তিনি পলাতক থাকায় এবং মামলার পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইন সবার জন্য সমান, তাই তার অনুরোধ রাখা সম্ভব হয়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

রোহিঙ্গাদের সিম দেবে সরকার, প্রথম ধাপে ১০ হাজার রোহিঙ্গাদের সিম দেবে সরকার, প্রথম ধাপে ১০ হাজার ভারতকে এমন শিক্ষা দেব, কখনো ভুলবে না: শেহবাজ শরীফ ভারতকে এমন শিক্ষা দেব, কখনো ভুলবে না: শেহবাজ শরীফ নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি নৌকাসহ পাঁচ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে জাতীয়করণের দাবিতে প্রেসক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে কাজ করছে সরকার : প্রধান উপদেষ্টা