weather ২২.৯৯ o সে. আদ্রতা ৭৮% , শুক্রবার, ২ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

প্যারোলে মুক্তি মেলেনি ছেলের, কারাগারে আনা হলো বাবার মরদেহ

প্রকাশ : ৩১-১২-২০২৪ ১১:৫১

ছবি সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
বাবার মৃত্যুর পর শেষবার দেখতে এবং জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন কারাবন্দী কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হুদা রুবেল। তবে প্যারোলে মুক্তি মেলেনি তার।

 শেষপর্যন্ত তার বাবার লাশ কারাগারের ভেতরে এনে তাকে শেষবারের মতো দেখার সুযোগ করে দিয়েছে কারা কর্তৃপক্ষ।সোমবার (৩০ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলগেট থেকে মরদেহবাহী অ্যাম্বুলেন্সটি কারাগারের ভেতরে নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। 

পরে সেখানে বাবাকে শেষবারের মতো দেখেন ইউপি চেয়ারম্যান নাজমুল হুদা। বিষয়টি নিশ্চিত করেছে কিশোরগঞ্জ জেলা কারাগার কর্তৃপক্ষ।জানা গেছে, ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতার ঘটনায় বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আটক রয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার ৫ নম্বর বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল।

রুবেলের মা নূর জাহান বেগম জানান, অনেক চেষ্টা করেও কিছুক্ষণের জন্য ছেলের মুক্তির ব্যবস্থা করা যায়নি। তাই জেলেই তার স্বামীর লাশ নিয়ে আসা হয়েছে ছেলেকে একনজর দেখানোর জন্য। পরে বাড়িতে ওর বাবার জানাজা হয়। তিনি জানান, তার ছেলে আওয়ামী লীগকে সমর্থন করলেও কোনো পদে নেই। তবু তার বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রুবেলের পিতা হার্ট অ্যাটাকে অসুস্থ হয়ে ঢাকার নিউরো সায়েন্সেস হাসপাতালে ২৯ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তাই সোমবার বাদ আছর নিজ এলাকায় বাবার নামাজে জানাজায় অংশগ্রহণে সাময়িক সময়ের জন্য চেয়ারম্যান রুবেলের প্যারোলে মুক্তির জন্য জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন তার আইনজীবী সুজিত কুমার দে।

কিন্তু জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে জেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনকে অবগত করলে জেলা গোয়েন্দা সংস্থার রিপোর্টে আইনশৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনার উল্লেখ করা হয়। তাই তাকে জেল গেটে শেষবারের মতো দেখার অনুমতি দেওয়া হয়।

পিপলসনিউজ/আরইউ 

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা শ্রমিকের ন্যায্য স্বীকৃতি ও সুরক্ষা নিশ্চিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য জিআই স্বীকৃতি পেল কুমিল্লার ঐতিহ্যবাহী খাদিসহ ২৪ পণ্য করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান করিডর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে সংসদ থেকে : তারেক রহমান ‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই