ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
প্রকাশ : ২৪-০৭-২০২৫ ১১:৫০

ছবি : সংগৃহীত
ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের কানাইপুর উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে সাতজন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাস ও ফরিদপুর থেকে মাগুরাগামী লোকাল বাস রিক এন্টারপ্রাইজের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন। উভয় বাসের সাত-আটজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় উদ্ধারে কাজ করছে পুলিশ।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com