weather ৩০.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ১৭ আগস্ট ২০২৫, ১ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববাজারে সোনার দাম তিন হাজার ৭০০ ডলারে উঠতে পারে, গোল্ডম্যান স্যাক্সের পূর্বাভাস

প্রকাশ : ১৯-০৪-২০২৫ ১২:১৪

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের জেরে বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে। চলতি বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ৭০০ ডলারে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিনিয়োগ ব্যাংক গোল্ডম্যান মার্কস।

এর আগের তাদের পূর্বাভাস ছিল আউন্সপ্রতি তিন হাজার ৩০০ ডলার। শুধু তা-ই নয়, তারা বলছে, সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ৬৫০ ডলার থেকে তিন হাজার ৯৫০ ডলারের মধ্যে ঘোরাফেরা করতে পারে। মূলত কেন্দ্রীয় ব্যাংকের চাহিদা ও সোনাভিত্তিক ইটিএফ তহবিলে বিনিয়োগ বাড়বে- এই অনুমানের ভিত্তিতে এই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স।

বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, এর মধ্যে মন্দা হলে বছরের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ৮৮০ ডলারে উঠতে পারে। গত শুক্রবার এই নোটে এই পূর্বাভাস দিয়েছে গোল্ডম্যান স্যাক্স।

গোল্ডম্যান স্যাক্স আরো বলেছে, এ পরিস্থিতিতে নীতিগত অনিশ্চয়তা দূর হলে সোনার ইটিএফে বিনিয়োগ পূর্বাভাস অনুযায়ী হবে। অর্থাৎ নির্ধারিত সুদভিত্তিক ইটিএফেও বিনিয়োগ হবে। সেই বাস্তবতায় সোনার দাম অতটা বাড়বে না বলেই মনে করছে গোল্ডম্যান স্যাক্স। তখন সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ৫৫০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে গোল্ডম্যানের পূর্বাভাস।

এছাড়া চলতি বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলোর সোনার চাহিদা প্রতি মাসে ৮০ মেট্রিক টনে উঠবে বলেও পূর্বাভাস। আগের বছর যা ছিল ৭০ মেট্রিক টন।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, বিশ্ববাজারে শনিবার (১৯ এপ্রিল) সোনার দাম প্রায় এক ডলার কমেছে। তাতে বিশ্ববাজারে সোনার দাম আউন্সপ্রতি তিন হাজার ৩১৫ ডলারে নেমে এসেছে। গত এক মাসে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ২৭৯ ডলার। গত এক বছরে বেড়েছে ৯২৬ ডলার। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের বার্ষিক প্রতিবেদনের তথ্যানুসারে, গত বছর সারা বিশ্বে সোনা বেচাকেনা হয়েছে চার হাজার ৯৭৪ টন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বাড়ছে। ২০২৪ সালে এ নিয়ে টানা তিন বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে এক হাজার টনের বেশি সোনা কিনেছে। গত বছর সবচেয়ে বেশি সোনা কিনেছে পোল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। তারা কিনেছে ৯০ টন সোনা।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু পাকিস্তানে বন্যা ও ভূমিধসে ৩৪৪ জনের মৃত্যু গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে, হুঁশিয়ারি ইউএনআরডব্লিউএ’র গাজার ১০ লাখ নারী ও কিশোরী চরম অনাহারে, হুঁশিয়ারি ইউএনআরডব্লিউএ’র চাকরির বাজারে হিমশিম খাচ্ছে তরুণরা চাকরির বাজারে হিমশিম খাচ্ছে তরুণরা রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক রাজশাহীতে কোচিং সেন্টারে মিলল বিপুল অস্ত্র ও বিস্ফোরক বনানীর সিসা লাউঞ্জে যুবক হত্যার ঘটনায় র‌্যাবের চাঞ্চল্যকর তথ্য বনানীর সিসা লাউঞ্জে যুবক হত্যার ঘটনায় র‌্যাবের চাঞ্চল্যকর তথ্য