weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ
ঢাকাসহ ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

বৃষ্টি কমবে, থাকবে গরম

প্রকাশ : ২৪-০৫-২০২৫ ১১:৪৩

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
দেশজুড়ে কয়েক দিন টানা বৃষ্টিপাত হয়েছে। অবশ্য এখন এ প্রবণতা কিছুটা কমেছে। তবে কমেনি গরম, বরং রয়েছে ভ্যাপসা অনুভূতি। শনিবার (২৪ মে) দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি ও বজ্রঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের ১১টি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কাও রয়েছে।

গত দুই দিনের তুলনায় শুক্রবার (২৩ মে) দেশজুড়ে বৃষ্টির পরিমাণ কিছুটা কম ছিল। শনিবারও সেই ধারাবাহিকতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণের বাতাসের কারণে ভ্যাপসা গরম থেকে মুক্তি মিলছে না। বৃষ্টির পর সাময়িক স্বস্তি মিললেও পরে আবার অস্বস্তিকর গরম ফিরে আসছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, মার্চ পর্যন্ত দেশে উত্তরের বাতাস থাকে, যা ঠান্ডা ও শুষ্ক। মে মাসে এসে দক্ষিণের বাতাস আধিপত্য বিস্তার করে, যা সাগর থেকে আর্দ্রতা নিয়ে আসে। ফলে গরমটা ভ্যাপসা অনুভূত হয়। রবিবার (২৫ মে) থেকে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের ৫১টি আবহাওয়া স্টেশনের মধ্যে ২৫টিতে বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এর মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে দিনাজপুরে— ৫২ মিলিমিটার। রাজধানী ঢাকায় বৃষ্টির পরিমাণ ছিল তুলনামূলক কম।

আজ শনিবার ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর শনিবার ভোরে এক পূর্বাভাসে জানিয়েছে, দেশের ১১টি অঞ্চলে দুপুর ১টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এই অঞ্চলগুলো হলো— ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট।

এসব এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত একটি লঘুচাপের বর্ধিতাংশ বিস্তৃত রয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতিমধ্যে মিয়ানমারের আকিয়াব উপকূল পর্যন্ত পৌঁছে গেছে, এবং এটি আরো অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে।

২৭ মে নাগাদ পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে, যার প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং সাধারণ মানুষকেও অপ্রয়োজনে খোলা স্থানে অবস্থান না করার পরামর্শ দেওয়া হয়েছে। একইসঙ্গে স্থানীয় প্রশাসনকে নজরদারি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি না হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি