weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় লাইনচ্যুত মহানগর এক্সপ্রেস নয় ঘণ্টা পর ছেড়ে গেল

প্রকাশ : ০৯-০৩-২০২৫ ১৪:৫৮

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ঢাকা থেকে চট্টগ্রামগামী মহানগর এক্সপ্রেস ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়ার প্রায় নয় ঘণ্টা পর গন্তব্যের দিকে ছেড়ে গেছে। দুর্ঘটনা কবলিত বগিটি রেখেই সকাল পৌনে ৯টার দিকে ট্রেনটি ছেড়ে যায় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার সাকির জাহান।

তবে এ দুর্ঘটনার কারণে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের এক নম্বর লাইন বন্ধ থাকায় অন্যান্য ট্রেন চলাচলে বিঘ্ন হয়। এতে কিছুটা সিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। এর আগে শনিবার রাত ১১টা ৪০ মিনিটের দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় একটি বগি লাইনচ্যুত হয়।

সহকারি স্টেশন মাস্টার সাকির জাহান বলেন, ট্রেনটি থামার আগ মুহূর্তে মাঝামাঝি থাকা ‘ঝ’ বগি লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি বেশ ঝাঁকুনি খায়। কয়েকটি বগিতে ধোঁয়া উড়তেও দেখা যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

পরে লাইনচ্যুত বগিসহ ধীরে ধীরে স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ায় ট্রেনটি। সাকির জাহান আরো বলেন, পরে মহানগর এক্সপ্রেস ট্রেনের যাত্রীদেরকে একই গন্তব্যের তুর্ণা নিশিথা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

এ ছাড়া আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে দুর্ঘটনা কবলিত বগিটি সরিয়ে নিলে রবিবার সকালে মহানগর এক্সপ্রেস ট্রেনটিও স্টেশন ছেড়ে যায়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি