weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , শনিবার, ১৬ আগস্ট ২০২৫, ৩১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি ১১০০

প্রকাশ : ১৬-০৮-২০২৫ ১১:৫২

ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো
সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্রে পাথর লুটের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে স্থানীয় প্রশাসন। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী তাদের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। দল বেঁধে পাথর লুটের এক সপ্তাহেও প্রশাসন কোনো মামলা করেনি।

তবে শুক্রবার (১৫ আগস্ট) প্রথমবার এ লুটের ঘটনায় মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি)। কোম্পানীগঞ্জ থানায় সংস্থাটির যুগ্ম পরিচালক হাবিবুর রহমান বাদী হয়ে অজ্ঞাতনামা দেড় হাজার লোককে আসামি করে মামলা করেন।

এদিকে সরকারের ওপর মহলের নির্দেশে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। গত বৃহস্পতিবার রাতে পাথর লুটে অভিযুক্ত ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য পদ হারানো সভাপতি সাহাব উদ্দিনের বাড়িতে অভিযান চালোনো হয়। ওই সময় তাকে পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বৃহস্পতিবার ছনবাড়ি সীমান্ত দিয়ে ভারতে চলে গেছেন।

শুক্রবার সাদাপাথর পর্যটন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোলাগঞ্জের কালাইরাগ ও দয়ার বাজার এলাকার ধলাই নদীর চর থেকে গত বুধবার জব্দ করা ১২ হাজার ঘনফুট পাথর পর্যটন কেন্দ্রে প্রতিস্থাপন অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রমিকরা ইঞ্জিনচালিত নৌকায় পাথর বহন করে আগের জায়গায় ফেলছেন। এতে সহায়তা করছেন রোভার স্কাউট ও বিডি ক্লিন নামের সংগঠনের সদস্যরা।

এ ছাড়া শুক্রবার আরো আট হাজার ঘনফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। কোম্পানীগঞ্জের কলাবাড়ি-সংলগ্ন এলাকা থেকে এসব পাথর উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুন্নাহার পাথর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে পর্যটকদের ভিড় বাড়ছে সাদাপাথরে। কেন্দ্রটি ফিরছে আগের রূপে। শুক্রবার দেশের বিভিন্ন স্থান থেকে কয়েক হাজার পর্যটক এসেছেন। সেখানকার অস্থায়ী ব্যবসায়ী থানাবাজারের বাসিন্দা আব্দুল কুদ্দুছ জানান, পাথর লুটের ঘটনার আগে প্রতিদিন দেড় হাজার টাকার বিক্রি হতো। পাথর লুট নিয়ে হইচই হওয়ার পর থেকে প্রতিদিন ৫০০-৬০০ টাকার বিক্রি হয়নি। গত দুই দিন থেকে কিছুটা বেড়েছে।

গত বৃহস্পতিবার উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আদালত ভোলাগঞ্জে পাথর লুটে জড়িতদের তালিকা করার নির্দেশ দেন। সেই নির্দেশনা অনুযায়ী সিলেটের জেলা প্রশাসন কাজ শুরু করেছে। পাশাপাশি অভিযানও শুরু হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহমুদ জানান, এখন থেকে অভিযান চলবে। বিএমডি একটা মামলা করেছে। প্রশাসনের পক্ষ থেকে তালিকার পরে মামলা করা হতে পারে।

স্থানীয়রা জানান, লুট করা পাথরগুলো শ্রমিকদের কাছ থেকে কেনার পর তাৎক্ষণিকভাবে সরিয়ে ফেলেন ব্যবসায়ীরা। অধিকাশ পাথরই তারা দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ী ও মিল মালিকের কাছে বিক্রি করে দেন। এখনো ভোলাগঞ্জ, পাড়ুয়া ও ধোপাগুল এলাকার অনেক স্টোন ক্রাশার মিলে লুটের পাথর মজুত দেখা গেছে। কেউবা মাটি দিয়ে কেউবা ত্রিপল দিয়ে সেইসব পাথর ঢেকে রেখেছেন। শুক্রবার গাজীপুর থেকে পরিবার নিয়ে সাদা পাথর কেন্দ্র ঘুরতে আসা সৌদি আরব প্রবাসী জহিরুল ইসলাম জানান, তারা লুট করা পাথর আবার সেখানে প্রতিস্থাপনের দৃশ্য দেখে খুবই খুশি।

রোভার স্কাউট সদস্য কলেজছাত্র রাকিবুল হাসান শান্ত জানান, তারা উপজেলা প্রশাসনের কাজে সহায়তা করছেন।

বিডি ক্লিন বিভাগীয় কমিটির আইটি অ্যান্ড মিডিয়ার দায়িত্বে থাকা আব্দুর রহিম জানান, পাথর প্রতিস্থাপনের পর পর্যটন কেন্দ্রটি আগের মতো হয়ে উঠছে।

এদিকে ভোলাগঞ্জের মতো জাফলংয়ের পাথরও লুট হয়। উপজেলা প্রশাসন গত দুই দিনে সাড়ে ৮ হাজার ঘনফুট পাথর উদ্ধার করে জাফলং জিরো পয়েন্টে প্রতিস্থাপন করেছে।

গোয়াইনঘাটের ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স জাফলং পিয়াইন নদীর তীরবর্তী বিভিন্ন স্থান এ পাথর জব্দ করে। ইউএনও রতন কুমার অধিকারী জানান, জাফলং জিরো পয়েন্ট থেকে যে পাথরগুলো সরানো হয়েছে তা উদ্ধারে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। বৃহস্পতিবার তিন হাজার ও শুক্রবার আরো সাড়ে পাঁচ হাজার ফুট পাথর উদ্ধারের পর প্রতিস্থাপন করা হয়।

সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ভোলাগঞ্জ ও জাফলংয়ে পাথর লুটের সঙ্গে যারা জড়িত তাদের তথ্য সংগ্রহ চলছে। তালিকা করার পর কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট থানায় তাদের পক্ষ থেকে মামলা করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া বিমানবন্দর থেকে ৯৮ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি ১১০০ ভোলাগঞ্জে পাথর লুটের ঘটনায় প্রথম মামলা, আসামি ১১০০ চার বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস চার বিভাগে সন্ধ্যার মধ্যে বৃষ্টির পূর্বাভাস খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি খুলনায় কৃষি ব্যাংকের ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা চুরি বৈঠক শেষে কী বললেন ট্রাম্প ও পুতিন বৈঠক শেষে কী বললেন ট্রাম্প ও পুতিন