weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৬১% , বৃহস্পতিবার, ১ মে ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুক্রবার সেমিনার

প্রকাশ : ৩০-০১-২০২৫ ১৬:৪৪

ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম মরমী গীতিকবি মহর্ষি মনোমোহন দত্তকে নিয়ে সেমিনারের আয়োজন করেছে ব্রাহ্মণবাড়িয়ার অদ্বৈত মল্লবর্মণ স্মৃতি পরিষদ। 

৩১ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হবে। 

বাঙালি ভাববাদী সাহিত্য রচয়িতাগণের মধ্যে মনোমোহন দত্ত অন্যতম। মাত্র ৩১-৩২ বছরের সংক্ষিপ্ত জীবনে রচনা করেছেন কয়েকশ ভাব ও ভক্তিসঙ্গীত। তার রচিত বাণীগুলো নিবিড় ও গভীর অভিনিবেশ সহযোগে পাঠ করলে যে কোনো পাঠকই বিস্মিত হতে বাধ্য হবেন। তিনি সর্বধর্ম সম্মিলনীর পুরোধাপুরুষ। মহর্ষি মনোমোহন দত্ত (১৮৭৭-১৯০৯) এক গানে লিখেছেন : কোরান পুরান আদি বাইবেল কি বেদ/সবে ফুকারিয়া কয় তারা অবিচ্ছেদ।

তিনি বলেছেন, সকল ধর্মের মর্মবাণী আসলে এক ও অভিন্ন। প্রয়াণের শতবর্ষ পরেও তিনি উজ্জ্বল, জ্যোতির্ময় এবং ভক্তকূলের ভালোবাসায় সিঞ্চিত। তার রচিত বাণীসমূহ আজ অক্ষয়। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন শিল্প-সমালোচক রফিক সুলায়মান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাতমোড়া আশ্রমের অধ্যক্ষ স্বাধী শঙ্করী দত্ত। সভাপতিত্ব করবেন অদ্বৈতমল্ল বর্মণ স্মৃতি পরিষদের সভাপতি কবি ড. শাহ্ মোহাম্মদ সানাউল হক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

‘দিবস দিয়া কী অইব?’ ‘দিবস দিয়া কী অইব?’ যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই যুক্তরাষ্ট্র-ইউক্রেন খনিজ চুক্তি সই মহান মে দিবস আজ মহান মে দিবস আজ গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান গরুর হাটের ইজারায় দুর্নীতির অভিযোগ, ঢাকা উত্তরে দুদকের অভিযান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দুজনকে কারণ দর্শানোর নির্দেশ ট্রাইব্যুনালের