মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ : ১৪-১১-২০২৫ ১১:৫৫
ছবি : সংগৃহীত
মাগুরা প্রতিনিধি
মাগুরায় পৃথক দুই সড়ক দুর্ঘটনায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, নড়াইলের লোহাগড়ার মেহেদী হাসান সাগর (৩২), মাগুরার শলিখার বুনাগতির তামিম (১৮) এবং নরপতি গ্রামের শান্ত মণ্ডল (১৯)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে মাগুরা–মহম্মদপুর সড়কের ধোয়াইল ফায়ার সার্ভিস অফিসের সামনে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী মেহেদী হাসান সাগর। তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত সাগরের বাড়ি নড়াইল জেলার লোহাগড়ায়। তার বাবা মনিরুল ইসলাম। তিনি মহম্মদপুরের একটি গ্রামে বিবাহসূত্রে বসবাস করছিলেন।
এদিকে বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলার বেরইল পলিতা থেকে গাবতলা সড়কের চাঁদপুর নামক স্থানে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মারা যান তামিম।
নিহত তামিম বুনাগাতি গ্রামের কামরুজ্জামানের ছেলে এবং নিহত শান্ত মণ্ডল নরপতি গ্রামের প্রভাত মণ্ডলের ছেলে। তারা দু’জনই বুনাগাতি ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী ছিলেন।
গুরুতর আহত অপর আরোহী শান্ত মণ্ডলকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও স্বজনদের ভাষ্য, নিয়ন্ত্রণ হারানোর কারণেই মোটরসাইকেলটি গাছের সঙ্গে ধাক্কা খায়, ফলে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com