weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৬৯% , বৃহস্পতিবার, ৮ মে ২০২৫, ২৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩

প্রকাশ : ০৭-০৫-২০২৫ ১০:৪২

ছবি : সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে উপজেলার শুকুরকান্দি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো চারজন।

হতাহতরা মাইক্রোবাসের আরোহী। তারা রোগী নিয়ে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। নিহত তিনজন হলেন মাইক্রোবাসের চালক গাংনী উপজেলার পশ্চিম মালসাদহ গ্রামের জামাল উদ্দীন, গাংনীর গাড়াডোব গ্রামের শাহীন হোসেন ও তার ফুফু লাল বুড়ি।

আহত ব্যক্তিদের মধ্যে আলতাফ হোসেন (৪৮), তার স্ত্রী উলফা খাতুন (৩৫) এবং গোলাপী খাতুন (৩৫) ও ফজিলা খাতুন (৬৫) কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানি ইসরাইল হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বুধবার (৭ মে) সকালে বলেন, মরদেহগুলো কুষ্টিয়া মেডি্যোল কলেজ হাসপাতালে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন হোসেনের দাদি ফজিলা খাতুন অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে মাইক্রোবাসে করে তাকে নিয়ে পরিবারের লোকজন কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন। রাত ১০টার দিকে গাংনী উপজেলার শুকুরকান্দি গ্রামে সরু পাকা সড়ক হয়ে মাইক্রোবাসটি কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ওঠে। এ সময় একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসচালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে পৌঁছানোর পর শাহীনের ফুফু লাল বুড়িকে (৪৫) মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। আহত ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসচালক শাহীন দিবাগত রাত সাড়ে তিনটার দিকে কুষ্টিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। মুমূর্ষু অবস্থায় শাহীনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বুধবার ভোর পাঁচটার দিকে তার মৃত্যু হয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ভারতের হামলায় নিহত ২৬: পাকিস্তানের সামরিক মুখপাত্র ভারতের হামলায় নিহত ২৬: পাকিস্তানের সামরিক মুখপাত্র সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাবি করলো পাকিস্তান সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়েছে ভারত, দাবি করলো পাকিস্তান সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু সৌদি পৌঁছেছেন ৩২ হাজার ৫৮৮ হজযাত্রী, তিনজনের মৃত্যু মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩ মেহেরপুরে ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ৩ মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান মাঝপথ থেকে ফিরল বাংলাদেশগামী দুই বিমান