weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২২ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

মেয়েকে আনতে গিয়ে লাশ হলেন মা

প্রকাশ : ২২-০৭-২০২৫ ১২:১৯

মা উম্মে হাবিবা রজনীকে (বাঁয়ে) হারিয়ে কাঁদছে মেয়ে ঝুমঝুম খাতুন, ছবি : সংগৃহীত

মেহেরপুর প্রতিনিধি
মেয়েকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে আনতে গিয়ে লাশ হয়ে ফিরেছেন উম্মে হাবিবা রজনী (৩৭) নামে এক মা। তিনি মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়ন বিএনপির নেতা আবদুল হামিদের মেয়ে এবং কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামের ব্যবসায়ী জোহরুল ইসলামের স্ত্রী।

ঢাকায় কর্মরত স্বামীর সঙ্গে উত্তরার একটি বাসায় বসবাস করতেন রজনী। তাদের একমাত্র মেয়ে ঝুমঝুম খাতুন (১২) ওই শিক্ষাপ্রতিষ্ঠানটির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

সোমবার উত্তরায় বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রজনী। মঙ্গলবার ভোর ৪টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়। এতে মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে সৃষ্টি হয় হৃদয় বিদারক পরিস্থিতির। কান্নায় ভেঙে পড়েন নিহতের মা, ভাইবোন ও প্রতিবেশীরা। পরে মরদেহ নেওয়া হয় কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার সাজিপুর গ্রামে শ্বশুরবাড়িতে।

পরিবার সূত্র জানিয়েছে, ঘটনার দিন, প্রতিদিনের মতো মেয়েকে স্কুল থেকে আনতে গিয়েছিলেন রজনী। এ সময় হঠাৎ একটি প্রশিক্ষণ বিমান তাদের সামনে বিধ্বস্ত হলে ঘটনাস্থলেই উম্মে হাবিবা রজনী মারাত্মক আহত হন। দগ্ধ অবস্থায় তাকে ঢাকার সিএমএইচ বার্ন ইউনিটে নেওয়া হয়, সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান রজনী।

কুষ্টিয়ার দৌলতপুরের চর সাজিপুর গ্রামে তার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। মেয়ে ঝুমঝুম গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে শিশুটি পরিবারের সঙ্গে রয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী পদার্থে নোবেল জিতলেন মার্কিন তিন বিজ্ঞানী আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার আগের নিয়মেই নতুন দুটি টিভি চ্যানেলের লাইসেন্স দিল সরকার কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন কুমিল্লায় সুদের টাকা পরিশোধে ব্যর্থ হওয়ায় বৃদ্ধকে খুঁটিতে বেঁধে নির্যাতন সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ স্বাভাবিক নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার নুরাল পাগলার বাড়ি থেকে লুট খাটের মাচাসহ যুবক গ্রেপ্তার