weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লক খুলেন, টিপ দিলেই গুলি বের হবে, অস্ত্র প্রশিক্ষণের ভিডিও ভাইরাল

প্রকাশ : ১৫-১০-২০২৫ ১১:৩৭

ছবি : সংগৃহীত

মুন্সিগঞ্জ প্রতিনিধি
‘লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে।’— অস্ত্র চালানোর প্রশিক্ষণের ঠিক এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল ভিডিওটি ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

সাম্প্রতিক সময়ে ভিডিওটি ভাইরালের পর নড়েনড়ে বসেছে পুলিশ। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে।

খোঁজ নিয়ে জানা গেছে, ভিডিওটি শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার। গ্রুপটি স্থানীয়ভাবে ‘রাসেল-ফয়সাল বাহিনী’ নামে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

প্রায় আড়াই মিনিটের ভিডিওতে দেখা যায়, চারজন যুবক জনশূন্য স্থানে প্রকাশ্যে দুটি অস্ত্র হাতে নিয়ে গুলি এবং অন্যদের অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ দিচ্ছে। এ সময় তাদের কথোপকথন থেকে শোনা যায়, ‘লক খুলে দেন, টিপ দিলেই গুলি বের হবে।’

যদিও ভিডিও দেখে সুনির্দিষ্ট স্থান নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে ধারণা করা হচ্ছে ঘটনাস্থল শ্রীনগর উপজেলার বাগড়া গ্রামেই।

পুলিশ জানায়, ভিডিওতে বাহিনীর প্রধান হিসেবে পরিচিত রাসেলের মুখ না দেখা গেলেও, তার কণ্ঠ স্পষ্টভাবে শোনা যাচ্ছে বলে একাধিক সূত্র ও আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শেষে নিশ্চিত করেছে। সেখানে ফয়সাল নামে আরেক যুবককে দেখা গেছে। সেখানে আহির নামের এক যুবককে গুলি ছোঁড়ার প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল।

মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. ফিরোজ কবির জানান, ইতোমধ্যে ভিডিওটি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে এসেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। দ্রুতই অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। তবে অভিযুক্তরা কোনো রাজনৈতিক দলের সমর্থক কিনা তা এখনো সুনির্দিষ্টভাবে জানা যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে