weather ১৮.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

লন্ডনে আগামী মাসে হবে ভ্যান গঘের ২ চিত্রকর্মের প্রদর্শনী

প্রকাশ : ২৮-০১-২০২৫ ১১:৪৯

ছবি : সংগৃহীত

পিপলসনিউজ ডেস্ক
কালজয়ী চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গঘের দুটি চিত্রকর্ম প্রথমবারের মতো লন্ডনে প্রদর্শিত হতে যাচ্ছে। আগামী মাসে লন্ডনের কোর্টোল্ড গ্যালারিতে এ চিত্রকর্ম দুটি প্রদর্শিত হবে।

যুক্তরাজ্যের আর্ট নিউজপেপারের এক প্রতিবেদনে বলা হয়, ভ্যান গঘের চিত্রকর্ম দুটি ফ্রান্সের আর্লস শহরের হাসপাতালে থাকাকালীন আঁকা। ভ্যান গঘের এই চিত্রকর্ম দুটির কাজ শুরু হয়েছিল ১৯৮৯ সালের এপ্রিলের দ্বিতীয় ভাগে। 

চিত্রকর্ম দুটি হচ্ছে দ্য কোর্টইয়ার্ড অব দ্য হসপিটাল অ্যাট আর্লস ও দ্য ইয়ার্ড ইন দ্য হসপিটাল অ্যাট আর্লস। ১৮৫৩ সালের ১৩ মার্চ নেদারল্যান্ডসের বেরাইড শহরের কাছে গ্রুট জুন্ডার্থ নামের একটি ছোট গ্রামের উচ্চমধ্যবিত্ত পরিবারে ভ্যান গঘ জন্মগ্রহণ করেন।

ভ্যান গঘের চিত্রকর্ম দুটি ১৯২০ সালে সুইজারল্যান্ডের সংগ্রাহক অস্কার রেইনহার্ট কিনেছিলেন। তার মৃত্যুর পর চিত্রকর্ম দুটি সুইজারল্যান্ডের জুরিখের উইন্টারথার জাদুঘরের অংশ হয়ে যায়। কিন্তু এ জাদুঘরের চিত্রকর্মগুলো এত দিন প্রদর্শনীর জন্য উন্মুক্ত ছিল না।

রেইনহার্টের ভিলার আম রোমারহোলজ জাদুঘরটি ১৯৭০ সালে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু এখন তা নির্মাণকাজের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। তাই এই চিত্রকর্ম দুটি লন্ডনের কোর্টোল্ড গ্যালারিতে প্রদর্শনীর জন্য রাখা হচ্ছে। 

এ প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে ‘গয়্যা টু ইম্প্রেশনিজম: মাস্টারপিস ফ্রম দ্য অস্কার রেইনহার্ট কালেকশন’। আগামী ১৪ ফেব্রুয়ারি থেকে ২৬ মে পর্যন্ত প্রদর্শনী চলবে।

প্রদর্শনীতে ইম্প্রেশনিজম নিয়ে কাজ করা পূর্বসূরি শিল্পীদেরও নির্বাচিত কিছু চিত্রকর্ম থাকছে। এতে থাকছে ফ্রান্সিসকো গয়্যার স্টিল লাইফ উইথ থ্রি স্যামন স্টিকস, থিওডোর গ্যারিকাল্টের ‘আ ম্যান সাফারিং ফ্রম ডিলিউশনস অব মিলিটারি র্যাঙ্ক’ ও গুস্তাভ করবেটের ‘দ্য হ্যামক’।

গত বছর অবশ্য মধ্য লন্ডনের সমারসেটে হাউসের কোর্টোল্ড চিত্রশালা বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছিল। তবে ওই চিত্রশালায় থাকা ভ্যান গঘের ১৮৮৯ সালে আঁকা আত্মপ্রকৃতির মতো অনেক চিত্রকর্মের কোনো ক্ষতি হয়নি। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প