শপথ শুধুই ফরমালিটি, ফেসবুক পোস্টে বললেন ইশরাক হোসেন
প্রকাশ : ২৩-০৫-২০২৫ ১৩:২৬

ছবি : সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক
বিএনপি নেতা ইশরাক হোসেন বলেছেন, শপথ কেবল একটা ফরমালিটি। শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন ইশরাক হোসেন।
ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ মার্চ রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। মেয়র হিসেবে ইশরাকের শপথের বিষয়ে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়। কিন্তু চিঠির পরও কোনো উদ্যোগ না নেওয়ায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ শুরু করেন।
এদিকে ইশরাককে মেয়র ঘোষণা করে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় এবং ইসির গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ১৩ মে একটি রিট করেন। রিটটি বৃহস্পতিবার (২২ মে) দুপুরের দিকে সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। বিকাল চারটার দিকে কাকরাইল মোড়ে বিএনপির নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচিস্থলে যান ইশরাক। সেখানে তিনি অবস্থান কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন। তিনি বলেন, ‘হাইকোর্টের রায় শোনার পর আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে যে তারা (সরকার) কী করে। তাদের যে কর্মকাণ্ড, সেটার ওপর ভিত্তি করে পরবর্তী কার্যক্রমের নির্দেশনা আসবে।’
আজ শুক্রবার সকালে ইশরাক তার ফেসবুক পোস্টে আরো লিখেছেন, জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব বর্তায় আগামী কোরবানির ঈদের আগে যাতে বর্জ্য ব্যবস্থাপনার পর্যাপ্ত প্রস্তুতি থাকে।
ইশরাক তার ফেসবুক পোস্টে জানান, তিনি ঢাকাবাসীকে নিশ্চিত করছেন, উত্তরে মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন।
কোরবানির ঈদ সামনে রেখে ঢাকা দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনের প্রার্থীদের সমন্বয় করে একটি জোনভিত্তিক মনিটরিং টিমের অনুমোদন দেবেন বলে উল্লেখ করেন ইশরাক। তিনি জানান, ১৬ ঘণ্টার মধ্যে একটা স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার উদ্যোগ গ্রহণ করবেন। দক্ষিণের পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে তিনি নিজেও থাকবেন।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com