weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

শাকিবের সঙ্গে ফ্লাইটে মিষ্টি জান্নাত, নানা গুঞ্জন

প্রকাশ : ০২-০৬-২০২৫ ১৬:১১

ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ব্যক্তি জীবন নিয়ে তুমুল আলোচনায় থাকেন। দুই শীর্ষ নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে বিচ্ছেদের পর এবার পারিবারিকভাবে তৃতীয় বিয়ের পথে শাকিব, এমনটিই গুঞ্জন ছিল। গত বছর শাকিবের তৃতীয় বিয়ে নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়েছিল। এমন খবরও চাউর হয়েছিল যে শাকিবের জন্য খোঁজা হয়েছে এক ডাক্তার পাত্রী।

যদিও সেই সময় মিষ্টি জান্নাত নিজেই ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেন যে শাকিবের সে ডাক্তার পাত্রী তিনি। এরপর বিষয়টি নিয়ে আসলে মজা করেছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তবে এবার আবারো দুজনকে নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে এক ফেসবুক পোস্টের পর। মিষ্টি রবিবার (১ জুন) রাতে ফেসবুকে শাকিবের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন যা নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে নেটিজেন ও ভক্তদের।

সামাজিকমাধ্যম ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে তিনটি ছবি প্রকাশ করেছেন এই চিত্রনায়িকা। যেখানে দেখা যাচ্ছে, কোনো একটি ফ্লাইটে একসঙ্গে কোথাও যাচ্ছেন তারা। এখানে ছবিগুলো দেখে আলোচনা হতো না, কারণ সহকর্মী হিসেবে একসঙ্গে কোথাও যেতেই পারেন তারা।

এবার আলোচনা শুরু ক্যাপশন নিয়ে। কারণ সেখানে তিনটি ভালোবাসার চিহ্ন ও দুইবার ইংরেজিতে ‘লাভ’ লেখা রয়েছে। এরপর থেকেই আলোচনা শুরু। ভক্তরা তিনটি লাভ সাইনের কারণে মনে করছেন শাকিবের জীবনে তৃতীয়জন প্রবেশ করেছে আর সেটি মিষ্টি জান্নাত। কেউ কেউ তো মন্তব্য করেই বসেছেন, ‘শাকিবের তিন নম্বর বউ!’ আবার অনেকেই জানিয়েছেন শুভ কামনাও।

তবে এ বিষয়ে কোনো উত্তর দেননি মিষ্টি জান্নাত। এখন দেখার অপেক্ষা পরবর্তীতে বিষয়টি নিয়ে কী ব্যাখ্যা দেন এই চিত্রনায়িকা। তাদের নিয়ে গুঞ্জন কি সত্যি হতে যাচ্ছে, নাকি এটি নিছক একটি সাধারণ ভ্রমণ! তা জানার জন্যই উদগ্রিব হয়ে আছেন অনুরাগীরা।

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত্য চিকিৎসক।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা