শেরপুরে বন্যহাতির আক্রমণে দেড় ঘণ্টায় দুইজনের মৃত্যু
প্রকাশ : ২১-০৫-২০২৫ ১১:৫৬

ছবি : সংগৃহীত
শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় সীমান্তবর্তী এলাকায় বন্যহাতির আক্রমণে দেড় ঘণ্টার ব্যবধানে দুইজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে কাংশা ইউনিয়নের দরবেশতলা ও গজনী এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম।
নিহতরা হলেন— গান্ধিগাঁও গ্রামের বাসিন্দা ও পেশায় ভ্যানচালক আজিজুর রহমান আকাশ (৩৮) এবং গজনী এলাকার সিএনজি অটোরিকশাচালক এফিলিস হাগিদক (৫২)। আকাশ ছিলেন আব্দুল হাকিমের ছেলে এবং এফিলিস হাগিদক ছিলেন সহেন সিমসাংয়ের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে ভারতের মেঘালয় সীমান্তসংলগ্ন দরবেশতলা এলাকায় ২০-৩০টি বন্যহাতির একটি দল হঠাৎ করেই লোকালয়ে নেমে আসে। হাতির তাণ্ডব থেকে জানমাল রক্ষায় স্থানীয়রা লাঠিসোটা নিয়ে হাতি তাড়াতে যায়। ভ্যানচালক আকাশ হাতির খুব কাছে চলে যান। একপর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ জানান, হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির আঘাতে তার মুখমণ্ডল ও পেট মারাত্মকভাবে থেঁতলে গিয়েছিল।
এর দেড় ঘণ্টা পর, রাত সাড়ে ১০টার দিকে গজনী এলাকায় ঘটে দ্বিতীয় ঘটনা। নিহত এফিলিস হাগিদক স্থানীয় আরো তিনজনকে সঙ্গে নিয়ে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তায় দাঁড়িয়ে থাকা হাতির দলের মুখোমুখি হন তারা। অন্যরা দৌড়ে পালাতে সক্ষম হলেও হাগিদক দৌড়াতে না পেরে হাতির কবলে পড়েন। একটি হাতি তাকে শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন বলেন, দুইটি পৃথক ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়েছি। ইতোমধ্যে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে এবং দুইটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
পিপলসনিউজ/আরইউ
-- বিজ্ঞাপন --
CONTACT
ads@peoplenewsbd.com