weather ২৮.৯৯ o সে. আদ্রতা ৭০% , রবিবার, ৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
ছয় দশকের শাসনের ধারা অব্যাহত

সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয়

প্রকাশ : ০৪-০৫-২০২৫ ১২:১২

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সিঙ্গাপুরের ক্ষমতাসীন দল পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি) ১৪তম জাতীয় নির্বাচনে টানা নিরঙ্কুশ জয় পেয়েছে। ফলে তাদের ছয় দশকের শাসনের ধারা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্র ও চীন বাণিজ্য যুদ্ধের প্রভাবে অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলার প্রস্তুতির মধ্যে পিএপির নতুন প্রধানমন্ত্রী ভোটারদের জোরালো সমর্থন পেলেন।

১৯৬৫ সালে সিঙ্গাপুরের স্বাধীনতার আগ থেকে ক্ষমতায় থাকা পিএপি এবারো নিরঙ্কুশ জয় পাবে বলে ধারণা ছিল সবার। দলটি পার্লামেন্টের ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতে জয় পেয়েছে।

দেশটিতে মাত্র নয় দিনের নির্বাচনী প্রচারে জীবনযাত্রা ব্যয় বৃদ্ধি ও আবাসনের চাহিদাই আলোচনার কেন্দ্রে ছিল বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

১৯৫৯ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত সিঙ্গাপুরের প্রতিটি নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে পিএপি। প্রায় প্রত্যেকবার পার্লামেন্টের ৯০ শতাংশের বেশি আসনে জয়ী হয়েছেন দলটির প্রার্থীরা।

কিন্তু ২০২০ সালের নির্বাচনে সে ধারায় কিছুটা ছেদ পড়ে। সেবার পিএপির ভোট কমে দাঁড়ায় ৬০ দশমিক এক শতাংশে। আর বিরোধী ওয়ার্কার্স পার্টি পায় রেকর্ড ১০টি আসন— যা ছিল সিঙ্গাপুরের ইতিহাসে বিরোধীদের সবচেয়ে বড় সাফল্য। 

লরেন্স ওং (৫২) গত বছর পিএপির দীর্ঘদিনের নেতা লি সিয়েন লুংয়ের কাছ থেকে দায়িত্ব নেন। এবার তার নেতৃত্বেই ৯৭টি আসনে লড়েছে পিএপি। বিরোধীদল ওয়ার্কার্স পার্টি লড়েছে মাত্র ২৬ আসনে।

তাই প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম নির্বাচনে ওং চেষ্টা করেছেন আগেরবারের ভোটের হার উন্নত করতে। আর তাতে তিনি কিছুটা হলেও সফল হয়েছেন। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, পিএপি ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট পেয়েছে; এর মাধ্যমে তারা আগেরবারের নির্বাচনের ফলাফলকে ছাড়িয়ে যেতে সক্ষম হয়েছে।

নির্বাচনের ফলাফল এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। সিঙ্গাপুরের ৬০ লাখ মানুষ পিএপি ছাড়া অন্য কোনো দলের সরকারের শাসনের সঙ্গে পরিচিত নয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন ২২,২০৩ বাংলাদেশি হজযাত্রী সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় সিঙ্গাপুরের নির্বাচনে পিএপি’র টানা নিরঙ্কুশ জয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজ হ্যাক পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত পাকিস্তানি রেঞ্জারকে আটক করলো ভারত সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫ সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ি থেকে গ্রেপ্তার ৫