weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে ঘরের উপর টিলা ধসে একই পরিবারের চারজনের মৃত্যু

প্রকাশ : ০১-০৬-২০২৫ ১০:৪১

ছবি : সংগৃহীত

সিলেট ব্যুরো
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় গভীর রাতে ঘরের উপর টিলা ধসে এক পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হচ্ছেন মাটিচাপা পড়া বাড়ির মালিক রিয়াজ উদ্দিন (৫০) ও তার স্ত্রী রহিমা বেগম। এ ছাড়া তাদের সন্তান সামিয়া খাতুন (১৫) ও আব্বাস উদ্দিন (১৩) মারা গেছে। তবে রিয়াজ ছাড়া অন্যদের লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাতে টানা ভারী বৃষ্টির পর হঠাৎ একটি পুরোনো টিলা ধসে পড়ে। টিলার পাদদেশে অবস্থিত একটি ঘরের উপর মাটি ধসে পড়লে ঘরের ভেতরে থাকা চারজন মাটিচাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টা করেন, তবে তারা ব্যর্থ হন। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। 

লক্ষণাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলকুর রহমান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় প্রশাসন ঝুঁকিপূর্ণ টিলা এলাকায় বসবাসরতদের দ্রুত নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানিয়েছে।

গোলাপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল বলেন, আমরা খবর পেয়ে বিষয়টি মনিটর করছি। প্রচন্ড ঝড়বৃষ্টি হচ্ছে, অনেক জায়গায় গাছ পড়ে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। 

এ কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়েছে। তারা বিকল্প রুটে ঘটনাস্থলের দিকে গেছে। পাশাপাশি আমি সিলেট সদর ফায়ার সার্ভিসকেও জানিয়েছি, তারা ইতোমধ্যে পৌঁছেছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক ঢাবি ছাত্রীকে কক্ষে আটকে নির্যাতন, হোস্টেল পরিচালক আটক আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম আমাকে ইসরায়েলি বাহিনী অপহরণ করেছে: শহিদুল আলম চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ চট্টগ্রামে বাসের ধাক্কায় হেফাজত নেতার মৃত্যু, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ গ্রেটা থুনবার্গ নিজেই জানালেন তার সঙ্গে কী করেছে ইসরায়েল কর্তৃপক্ষ মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি মাদ্রাসায় ক্রিকেট খেলা চালুর উদ্যোগ নিচ্ছে বিসিবি