weather ২০.৯৯ o সে. আদ্রতা ৭৮% , বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সেন্ট মার্টিনে নিষেধাজ্ঞা উঠছে শনিবার

প্রকাশ : ৩১-১০-২০২৫ ১৮:২৮

ছবি : সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি
টানা নয় মাস বন্ধ থাকার পর সরকার শনিবার (১ নভেম্বর) সেন্ট মার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নিচ্ছে। এর জন্য এমভি কর্ণফুলী ও এমভি বার আউলিয়া নামে দুটি জাহাজকে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। দুই জাহাজে দৈনিক যেতে পারবেন দুই হাজার পর্যটক। কিন্তু দীর্ঘ ১৩-১৪ ঘণ্টা জাহাজে চড়ে পৌঁছালেও নেই রাতে থাকার অনুমতি। মাত্র এক ঘণ্টা দ্বীপে ঘুরেই আবার জাহাজে উঠতে হবে। এ কারণে পর্যটকেরা উৎসাহিত হচ্ছেন না সেন্ট মার্টিন যেতে। আর পর্যাপ্ত যাত্রী না পেলে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে লোকসান দিয়ে জাহাজ ছাড়তে চাইছেন না মালিকেরাও।

পর্যটকবাহী জাহাজমালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-এর সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী নভেম্বর মাসে দৈনিক দুই হাজার পর্যটক কক্সবাজার থেকে সেন্ট মার্টিন গিয়ে ঘুরে পুনরায় ফিরে আসবেন। সেখানে রাত কাটানো যাবে না। কক্সবাজার শহরের নুনিয়াছটাঘাট থেকে পর্যটক তুলে জাহাজ গভীর বঙ্গোপসাগর পাড়ি দিয়ে সেন্ট মার্টিন যাতায়াত করতে সময় লেগে যায় ১৩-১৪ ঘণ্টা। এ ক্ষেত্রে পর্যটকেরা সেন্ট মার্টিন দেখার সময় পাবেন মাত্র এক ঘণ্টা। তাতে অনীহা জাগছে, পর্যটকেরা টিকিট কিনতে আগ্রহ দেখাচ্ছেন না।

হোসাইন ইসলাম বলেন, ৮০০ জন ধারণক্ষমতার একটি জাহাজ কক্সবাজার শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াতে জ্বালানিসহ খরচ হয় ১০ লাখ টাকার বেশি। এ অবস্থায় অল্প সংখ্যক যাত্রী নিয়ে গেলে টিকিট বিক্রি থেকে আয় হবে মাত্র দুই-আড়াই লাখ। প্রতিদিন সাত-আট লাখ টাকা লোকসান দিয়ে জাহাজ চালানো অসম্ভব। তবে উখিয়ার ইনানী সৈকতের নৌবাহিনীর জেটি দিয়ে সেন্ট মার্টিন জাহাজ চালানো গেলে পর্যটকের সাড়া মিলত। তখন দিনে গিয়ে দিনে ফিরে আসা সম্ভব হতো। এ ক্ষেত্রে পর্যটকেরা অন্তত তিন ঘণ্টা সেন্ট মার্টিন ঘুরে দেখার সুযোগ পেতেন। কিন্তু ইনানী জেটি দিয়ে জাহাজ চালানোর ক্ষেত্রে পরিবেশ অধিদপ্তরের নিষেধাজ্ঞা আছে।

হোসাইন ইসলাম বাহাদুর বলেন, রাত যাপনের ব্যবস্থা থাকলে পর্যটকেরা নভেম্বর মাসেও সেন্ট মার্টিন যেতে রাজি হতেন। কিন্তু ডিসেম্বর ও জানুয়ারি এই দুই মাস কেবল সেন্ট মার্টিনে রাত যাপনের সুযোগ রাখা হয়েছে। গত মৌসুমের ডিসেম্বর-জানুয়ারি দুই মাসে এক লাখ ২০ হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করেছিলেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক খন্দকার মাহবুব পাশা বলেন, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী শনিবার কক্সবাজার শহরের নুনিয়াছটা ঘাট থেকে জাহাজ চলাচল শুরুর কথা আছে। এ জন্য দুটি জাহাজকে অনুমতি দেওয়া হয়েছে। নুনিয়াছটা জেটিঘাট ছাড়া ইনানী কিংবা টেকনাফের কোনো জায়গা থেকে পর্যটকবাহী জাহাজ বা ট্রলার সেন্ট মার্টিনে যাতায়াত নিষিদ্ধ। ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট কিনেই পর্যটকদের সেন্ট মার্টিন যেতে হবে। প্রতিটি টিকিটে ট্রাভেল পাস এবং কিউআর কোড সংযুক্ত থাকবে। কিউআর কোড ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য করা হবে। নুনিয়াছটা ও সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাটে টিকিট যাচাইয়ের লোক থাকবে।

কক্সবাজার জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান বলেন, নভেম্বরে পর্যটকরা জাহাজে দিনে গিয়ে দিনে ফিরে আসবে। এবার অনলাইনে টিকিট সংগ্রহ করতে হবে। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, সম্প্রতি ‘সেন্ট মার্টিন দ্বীপের জীববৈচিত্র্য ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অভিযোজন প্রকল্প’ নামের তিন বছর মেয়াদি একটি প্রকল্প বাস্তবায়ন করছে পরিবেশ অধিদপ্তর। আট কোটি ৯০ লাখ টাকার ওই প্রকল্পের আওতায় পর্যটক নিয়ন্ত্রণ, পরিবেশ সংরক্ষণ ও সুরক্ষা, কাছিমের ডিম পাড়ার পরিবেশ সৃষ্টি, কেয়াবন সৃজনসহ দ্বীপের অতিদরিদ্র ৫০০ পরিবারকে মাসিক পাঁচ হাজার ৭০০ টাকা করে অনুদান দেওয়ার সিদ্ধান্ত রয়েছে।

পরিবেশ অধিদপ্তর ১৯৯৯ সালে দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে। সর্বশেষ ২০২৩ সালের ৪ জানুয়ারি বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী সেন্ট মার্টিন দ্বীপসংলগ্ন বঙ্গোপসাগরের এক হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকাকে সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্যের বিশেষজ্ঞ দল এভারকেয়ারে