weather ২৫.৯৯ o সে. আদ্রতা ৯৪% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সোনারগাঁওয়ে একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন: নতুনধারার স্বাস্থ্যসেবা দেওয়ার প্রত্যয়

প্রকাশ : ২৪-১২-২০২৪ ১৮:৪৯

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া কলেজ রোডে অত্যাধুনিক সুবিধাসম্পন্ন একেএস ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়েছে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সামানজার শামা খান, পরিচালক ও সিইও আল এমরান চৌধুরী, প্রধান মানবসম্পদ কর্মকর্তা মো. হামিদুল ইসলাম এবং অন্যান্য কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, এই কেন্দ্রের উদ্বোধন নারায়ণগঞ্জের স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে, যা অত্যাধুনিক প্রযুক্তি ও বিশেষজ্ঞ সেবার মাধ্যমে এলাকাবাসীর জন্য নির্ভরযোগ্য এবং উন্নততর চিকিৎসা সেবা প্রদানের অঙ্গীকার বহন করে। একেএস ডায়াগনস্টিক সেন্টার-এ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শসহ, সকল ধরনের রক্ত পরীক্ষা, উন্নত ইমেজিং সেবা যেমন- এক্স-রে, ইসিজি এবং ফোরডি আলট্রাসনোগ্রাফি (টিভিএস সহ) করা হয়। 

এ ছাড়া একেএস ডায়াগনস্টিক সেন্টারের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে রোগীর বাসায় গিয়ে এক্স-রে, ইসিজি ও রক্তের নমুনা সংগ্রহের ব্যবস্থা। বয়স্ক নারী-পুরুষ ও বাচ্চাদের জন্য রয়েছে বিশেষ স্বাস্থ্যসেবার ব্যবস্থা। একেএস ডায়াগনস্টিক সেন্টারের সাথেই রয়েছে একেএস মডেল ফার্মেসি। যেখানে মিলবে সরকার অনুমোদিত সকল ধরনের প্রয়োজনীয় ওষুধ, শিশুখাদ্য, ডায়াপারসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী।

উদ্বোধনী অনুষ্ঠানটি ফিতা কাটা, মিলাদ ও দোয়া, কেন্দ্রের পরিদর্শন এবং মানসম্পন্ন সেবার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার মাধ্যমে সম্পন্ন হয়। 

স্বাস্থ্যসেবা গ্রহণে সকলকে সোনারগাঁও একেএস ডায়াগনস্টিক সেন্টারে আমন্ত্রণ জানায় কর্তৃপক্ষ।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু