weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৭৪% , রবিবার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে বাংলাদেশি ২ ভাইকে হত্যার অভিযোগ পারিবারের

প্রকাশ : ২৩-০৫-২০২৫ ১১:৪৬

কামরুজ্জামান কাকন ও সাগর, ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের দাম্মাম শহরের একটি ফ্ল্যাট থেকে বুধবার (২১ মে) বাংলাদেশি দুই তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। কামরুজ্জামান কাকন (২৬) ও কামরুল ইসলাম সাগর (২২) নামের দুই তরুণ সম্পর্কে ভাই। তারা গাজীপুরের উত্তর ভুরুলিয়ার আদর্শপাড়ার ব্যবসায়ী মো. মোশারফ হোসেন লম্বরির ছেলে।

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, কামরুজ্জামান কাকন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং পাস করে চাকরি খুঁজছিলেন।

ঢাকার নয়া পল্টনের সামিয়া ইন্টারন্যাশনালের পরিচালক বাহার উদ্দিন ২১ লাখ টাকা চুক্তিতে জব ভিসায় কাকনকে কানাডায় পাঠানোর প্রস্তাব দেন মোশারফ হোসেনকে। কিন্তু তিন লাখ টাকা দিলেও তিনি কাকনকে কানাডা পাঠাতে পারেননি।

পরে বাহার উদ্দিন ভালো বেতনে ছোট ছেলে কামরুল ইসলাম সাগরকে চার লাখ ৩০ হাজার টাকায় সৌদি পাঠানোর প্রস্তাব দেন। গত অক্টোবরে সৌদি আরব যান সাগর। কিন্তু কাজের পরিবর্তে তাকে দাম্মামে একটি ঘরে আটকে রেখে আরো ৪ লাখ টাকা দাবি করা হয় বলে পরিবারটির অভিযোগ।

মোশরফ হোসেন ছেলের নিরাপত্তার কথা ভেবে চার লাখ টাকা দিতে বাধ্য হন। টাকা নিয়েও ছেলেকে ভালো চাকরি না দিয়ে হান্গার এস্টেশন নামে খাবার ডেলিভারির কাজ দেদন বাহার উদ্দিন।

এরপর বড় ছেলেকে কানাডা পাঠাতে যে তিন লাখ টাকা দেওয়া হয়েছিল মোশারফ তা ফেরত চাইলে তার দুই ছেলেকেই মদিনা ইউনিভার্সিটিতে উচ্চ বেতনে চাকরির প্রস্তাব দেন বাহার উদ্দিন। নতুন করে পাঁচ লাখ ৩০ হাজার টাকা নিয়ে গত বছরের ৪ ডিসেম্বর কাকনকে সৌদি নিয়ে যান বাহার। সেখানে কাজ না দিয়ে দুই ভাইকে একটি ঘরে আটকে রাখেন।

মোশারফ বিষয়টি জানার পর বাহার তাকে নিয়ে ওমরাহ ভিসায় সৌদি গিয়ে ছেলেদের দেখে আসার প্রস্তাব দেন। গত ডিসেম্বরের মাঝামাঝি বাহার উদ্দিনের সঙ্গে সৌদি আরব যান মোশারফ হোসেন।

মোশারফ হোসেন বলেন, সে সময় তিনি কাজের কথা জানতে চাইলে ছেলেরা বলেন, তাদেরকে খাবার ডেলিভারির কাজ দেওয়া হয়েছে। ঠিকমতো খেতে দেওয়া হয় না; রাখা হয়েছে ছোট ঘরে। ২২ ডিসেম্বর মোশারফ দেশে ফিরলেও ছেলেদের কাগজপত্র ঠিক করার কথা বলে সৌদিতে থেকে যান বাহার।

ব্যবসায়ী মোশারফের ভাষ্য, দেশে ফেরার সময় বাহার তাকে একটি পলিথিন মোড়ানো ব্যাগ দিয়ে ঢাকার ঠিকানায় পৌঁছে দিতে বলেন। ব্যাগে কী ছিল তিনি দেখেননি।

পরে সৌদি আরবের বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তল্লাশি করে একটি ছোট থলে পেয়ে সেটি রেখে তাকে ছেড়ে দেয়। তিনি ফিরে আসার পরদিন বাহার উদ্দিনও বাংলাদেশে চলে আসেন। এসেই ব্যাগে থাকা ছোট থলেটি ফেরত চান।

মোশারফ বলেন, ইমিগ্রেশন পুলিশ রেখে দিয়েছে জানালে পুটলিতে ১৩ লাখ টাকার সোনা ছিল দাবি করে টাকার জন্য চাপ দেন। কয়েক দফা হুমকিও দেন। বলেন, টাকা না দিলে সৌদিতে থাকা ছেলেদের ক্ষতি হবে।

এ ঘটনায় তিনি নগরীর সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন বলে জানিয়ে তিনি বলেন, সর্বশেষ ৯ মে একটি মাইক্রোবাসে করে ঢাকা থেকে একদল দুর্বৃত্ত অস্ত্র নিয়ে মোশারফকে খুঁজতে থাকে। তাকে না পেয়ে তার বৃদ্ধ বাবা আবুল কাশেম লম্বরিকে তুলে নিয়ে যায় এবং দুই ছেলেকে হত্যার হুমকি দেয়। পরে ৯৯৯ ফোন করা হলে সদর থানা পুলিশ আবুল কাশেমকে উদ্ধার করে।

মোশারফ হোসেন বলেন, দুই ছেলে ছাড়া তার আর কোনো সন্তান নেই। ভবিষ্যতের কথা চিন্তা করেই তাদের কানাডায় পাঠাতে চেয়েছিলেন। কানাডা পাঠানোর স্বপ্নই কাল হয়েছে তার পরিবারের।

মোশারফ হোসেন বলেন, আমার আর কেউ রইলো না। দুইটা সন্তানই আমার ছিল। বুধবার রাত ১২টার পর এক বাংলাদেশি ফোন করে দুই ছেলেকে হত্যার খবর দিয়েছে। পরে সৌদি দূতাবাসের মধ্যে জানতে পেরেছেন মঙ্গলবার সকাল ৭টার দিকে ফ্ল্যাটে প্রবেশ করে দুই ভাই। দুপুরের পর দরজার নিচ দিয়ে রক্ত গড়িয়ে পড়তে দেখে ফ্ল্যাট মালিক পুলিশে খবর দেয়। সিসি ফুটেজ দেখে মঞ্জু নামে বাংলাদেশি এক যুবককে পুলিশ শনাক্ত করেছে। তাকে দিয়েই বাহার তার দুই সন্তানকে খুন করে থাকতে পারে ধারণা মোশারফ হোসেনের। 

গাজীপুর মহানগরের সদর থানার ভারপ্রাপ্ত (ওসি) মেহেদী হাসান বলেন, সরকারের পক্ষ থেকে এ রকম কোনো খবর আমাদের জানানো হয়নি। তবে পরিবার জানিয়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি পাকিস্তানে ভারী বৃষ্টি ও ঝড়ে ১৯ প্রাণহানি সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ সচিবালয়ে কর্মকর্তা-কর্মচারীদের আজও বিক্ষোভ ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিএসএফের গুলিতে ২ যুবক আহত ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি ফারুকীর সংবাদ সম্মেলন স্থগিতের ব্যাখ্যায় যা বললো বাংলা একাডেমি গাজায় চিকিৎসক দম্পতির নয় শিশুসন্তান নিহত গাজায় চিকিৎসক দম্পতির নয় শিশুসন্তান নিহত