weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রী-শাশুড়িকে হত্যা করে ঘরে আগুন

প্রকাশ : ০৬-০৫-২০২৫ ১১:৫২

ছবি : সংগৃহীত

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে এবং গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার ধাওয়া ইউনিয়নের দাওয়া গ্রামের খান বাড়িতে সোমবার (৫ মে) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমদ আনওয়ার জানান।

নিহতরা হলেন- ওই গ্রামের বাদল খানের স্ত্রী চম্পা বেগম (৩২) ও শাশুড়ি বিলকিস বেগম (৫০)। দাওয়া গ্রামের আজিজ খানের ছেলে ৪৫ বছর বয়সী বাদল পেশায় চা বিক্রেতা। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয়রা বলছেন, চম্পা বেগম বাদল খানের চতুর্থ স্ত্রী। ২০ দিন আগে তাদের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে বাদল তার স্ত্রী চম্পা ও শাশুড়ি বিলকিস বেগমকে হত্যা করে ঘরে আগুন দিয়ে পালিয়ে যান।

এ সময় বাদলের দ্বিতীয় স্ত্রীর ছেলে ঘর থেকে পালিয়ে গিয়ে প্রতিবেশীদের ঘটনাটি জানালে তারা এসে আগুন নেভায়। পরে এলাকাবাসী থানায় খবর দেয়।

ওসি আহমদ আনওয়ার বলেন, মা ও মেয়েকে গলাকেটে হত্যা করা হয়েছে। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা