weather ২৭.৯৯ o সে. আদ্রতা ৮৩% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম শুরু

প্রকাশ : ১১-০৬-২০২৫ ১৭:২৩

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের ওপর ট্রাম্প প্রশাসনের ভিসা-নিষেধাজ্ঞা সাময়িকভাবে স্থগিত করেছেন আদালত। এ রায়ের পর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় হার্ভার্ডের বিদেশি শিক্ষার্থীদের ভিসা কার্যক্রম পুনরায় শুরু করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দিয়েছে। 

মঙ্গলবার (১০ জুন) বার্তা সংস্থা রয়টার্স জানায়, বিশ্বের সব মার্কিন মিশন ও কনস্যুলার বিভাগগুলোতে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও স্বাক্ষরিত এক কূটনৈতিক বার্তায় বলা হয়, অস্থায়ী স্থগিতাদেশ অনুযায়ী এই নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনুরোধে দেওয়া এই আদেশে মার্কিন জেলা বিচারক অ্যালিসন বারোজ ট্রাম্পের ঘোষণাকে স্থগিত করেন। বিষয়টি নিয়ে সামনে শুনানি হওয়ার আগ পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর হবে না বলেও জানান তিনি।

হার্ভার্ডে পড়াশোনা করতে আসা আন্তর্জাতিক শিক্ষার্থীদের নিষিদ্ধ করার পক্ষে যুক্তি হিসেবে জাতীয় নিরাপত্তার কথা বলেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টির ওপর বহুমুখী চাপ প্রয়োগ করে আসছেন তিনি- যার মধ্যে রয়েছে কয়েক বিলিয়ন ডলারের অনুদান ও অন্যান্য তহবিল স্থগিত করা।

হার্ভার্ডের দাবি, ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত পন্থায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, পাঠ্যক্রম ও শিক্ষক-শিক্ষার্থীদের মতাদর্শ নিয়ন্ত্রণ করতে রাজি না হওয়ার ফলে তারা রোষানলে পড়েছে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু