weather ৩১.৯৯ o সে. আদ্রতা ৭০% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘কুড়িয়ে পাওয়া বোমা’ বিস্ফোরণে ৩ ভাই-বোন আহত

প্রকাশ : ১৯-০৫-২০২৫ ১২:৪০

ছবি : সংগৃহীত

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলায় খেলার সময় মাঠ থেকে ‘বোমা সদৃশ বস্তু’ কুড়িয়ে ঘরে নিয়ে আসার পর বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু আহত হয়েছে। আহতরা সম্পর্কে ভাই-বোন। সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর গোলপাতা মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো— স্থানীয় বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে সজিব আহমেদ (৭), মেয়ে খাদিজাতুল কুবরা (৫) ও আয়েশা সুলতানা (৩)। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তবে গুরুতর আহত অবস্থায় আয়েশা ও সজিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুরা খেলতে গিয়ে বোমাসদৃশ একটি বস্তু কুড়িয়ে আনে, যা বিস্ফোরণ ঘটায়। তবে এটি বাইরে থেকে কুড়িয়ে আনা হয়েছিল নাকি ঘরেই ছিল, সে বিষয়ে তদন্ত চলছে।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, পরিবারের সদস্যরা জানিয়েছেন, বড় ভাই সজিব বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে একটি টেপ মোড়ানো কৌটা কুড়িয়ে পায়। বাসায় ফিরে সেটি নিয়ে ছোট দুই বোনের সঙ্গে খেলতে শুরু করে। একপর্যায়ে সেটি হঠাৎ বিস্ফোরিত হয়।

প্রতিবেশী আক্তারুল ইসলাম বলেন, সকালে হঠাৎ বিকট শব্দে আমরা চমকে যাই। ছুটে গিয়ে দেখি শাহাদাতের ঘরে তিনটি শিশু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ইমন হোসেন বলেন, তিন শিশুই শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছে। আয়েশা ও সজিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পুলিশ ছাড়াও বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে কিনা— সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। পুলিশ বলছে, বিস্ফোরিত বস্তুটি সত্যিই বোমা ছিল কিনা, অথবা কীভাবে সেটি শিশুদের হাতে এলো, তা তদন্তসাপেক্ষে বলা যাবে। 

ওসি আবুল হাসনাত জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা