weather ৩২.৯৯ o সে. আদ্রতা ৬৬% , সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

‘হঠাৎ বৃষ্টি’র রিমেক ‘আবার হঠাৎ বৃষ্টি’ আসছে

প্রকাশ : ৩০-০৫-২০২৫ ১২:০৮

ছবি : সংগৃহীত

বিনোদন প্রতিবেদক
চলচ্চিত্রের ইতিহাসে একটি আবেগঘন ও জনপ্রিয় নাম ‘হঠাৎ বৃষ্টি’। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্রটি দুই বাংলার দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিল অভিনব গল্প, সুরেলা সংগীত ও নতুন মুখের সজীব অভিনয়ে। ২৭ বছর পর সেই কালজয়ী চলচ্চিত্রটি ফিরে আসছে নতুন রূপে— নাম ‘আবার হঠাৎ বৃষ্টি’।

নতুন এই চলচ্চিত্রে থাকছে একেবারে নতুন জুটি— সাদী খান ও রাফিদা; যারা ফুটিয়ে তুলবেন মূল চরিত্র অজিত ও দীপার আধুনিক রূপ। জনপ্রিয় ‘হঠাৎ বৃষ্টি’র আদলে তৈরি হলেও এটি শুধুমাত্র পুনরাবৃত্তি নয়, বরং মূল গল্পের আবেগ ও সৌন্দর্যকে নতুন প্রজন্মের উপযোগী করে উপস্থাপন করা হচ্ছে।

চলচ্চিত্রটির প্রযোজনায় আছে দুই খ্যাতনামা প্রতিষ্ঠান— আশীর্বাদ চলচ্চিত্র ও ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান, যিনি এই ছবিকে সময়োপযোগী রূপ দেওয়ার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। উপদেষ্টা পরিচালক হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ নির্মাতা ছটকু আহমেদ; যিনি নির্মাণের প্রতিটি স্তরে দিচ্ছেন পরামর্শ ও দিকনির্দেশনা।

মূল 'হঠাৎ বৃষ্টি' ছিল বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত একটি চলচ্চিত্র। পরিচালক ছিলেন কলকাতার কিংবদন্তি বাসু চ্যাটার্জি। এই সিনেমার মধ্য দিয়েই আত্মপ্রকাশ ঘটে জনপ্রিয় অভিনেতা ফেরদৌস আহমেদ ও টালিউড তারকা প্রিয়াঙ্কা ত্রিবেদীর। চলচ্চিত্রটি মুক্তির আগেই টেলিভিশনে প্রিমিয়ার হয়, আর দর্শকের তুমুল আগ্রহের মুখে পরে তা প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হয়, যেখানে সিনেমাটি বিপুল সাফল্য পায়।

তবে এবারের রিমেকে আগের কোনো শিল্পীকে রাখা হয়নি। নতুন প্রজন্মের দর্শকদের লক্ষ্য করে পুরো কাস্ট ও প্রেজেন্টেশন নতুন করে সাজানো হয়েছে।

গত সোমবার (২৬ মে) রাজধানীর উত্তরার আনন্দবাড়িতে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন পরিচালক, শিল্পী, প্রযোজকসহ চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকে। মহরতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ‘আবার হঠাৎ বৃষ্টি’র শুটিং। জানা গেছে, ছবির বিভিন্ন দৃশ্য শ্রীমঙ্গলসহ দেশের মনোরম লোকেশনে ধারণ করা হবে।

নতুন এই চলচ্চিত্রে সাদী খান ও রাফিদার পাশাপাশি আরো অভিনয় করছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, কায়েস আরজু প্রমুখ। 

পরিচালক কামরুজ্জামান বলেন, এই সিনেমাটি একটি দর্শকপ্রিয় গল্পের রিমেক। তাই কাজটা মোটেই সহজ নয়। চ্যালেঞ্জ অনেক, তবে আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি যেন নতুনভাবে এই গল্পের আবেদন আবারো দর্শকদের হৃদয়ে ছুঁয়ে যেতে পারে। শিল্পী নির্বাচনের ক্ষেত্রেও প্রযোজকদের মতামতের ভিত্তিতে কাজ হয়েছে।

তবে নতুন মুখ নিয়ে নির্মিত এই রিমেক ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে মিশ্র প্রতিক্রিয়া। অনেকে মূল ‘হঠাৎ বৃষ্টি’র আবেগঘন স্মৃতি তুলে ধরে এই নতুন সংস্করণের সঙ্গ তুলনা করে হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ আবার বলছেন, সময়োপযোগী নতুন উপস্থাপনাই পুরোনো গল্পের প্রতি সেরা শ্রদ্ধা।

সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর বিশ্ব ভালোবাসা দিবসে ‘আবার হঠাৎ বৃষ্টি’ মুক্তি পাবে প্রেক্ষাগৃহে। প্রেমের মৌসুমে ভালোবাসার এক পরিচিত গল্পে নতুন স্বাদ দেওয়াই নির্মাতাদের মূল লক্ষ্য।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন পতেঙ্গায় ভেসে এলো দুই জেলের মরদেহ, এখনো নিখোঁজ ৬ জন দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ দেশে নতুন ভোটার ৪৫ লাখ, বাদ যাচ্ছে ২১ লাখ চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা চট্টগ্রাম বন্দরে ব্রাজিল থেকে আসা কনটেইনারে তেজস্ক্রিয়তা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে না সেই আনিসা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা ভোটকেন্দ্রের নিরাপত্তা রক্ষায় পুলিশের জন্য কেনা হবে ৪০ হাজার বডি ক্যামেরা