weather ২৯.৯৯ o সে. আদ্রতা ৫৮% , সোমবার, ৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

অনেক অপেক্ষার পর হ্যারি কেইনের শিরোপা

প্রকাশ : ০৫-০৫-২০২৫ ১৭:০০

ছবি : সংগৃহীত

ক্রীড়া ডেস্ক
হ্যারি কেইনের ক্যারিয়ার যেন হাহাকারের গল্প। ১৩ বছর ছিলেন টটেনহামে এবং ইংল্যান্ডের হয়ে খেলছেন ১০ বছর ধরে। এর মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবেও। অনেকের কাছে হ্যারি কেইন এবং গোল করাও হয়ে উঠেছে সমার্থক। 

কিন্তু সবকিছু করেও নামের পাশে ছিল না কোনো শিরোপা। সেই শিরোপা–খরা কাটাতে কেইন যান বায়ার্ন মিউনিখে, দুই মৌসুম আগে।

যা কিছুই হোক, মৌসুম শেষে কোনো না কোনো ট্রফি বায়ার্নের হাতে থাকেই। কিন্তু কেইন যাওয়ার পর বায়ার্নের প্রথম বছরটা কাটল অদ্ভুত এক শিরোপা–খরায়। ‘ডালভাত’ হয়ে যাওয়া বুন্দেসলিগা শিরোপাসহ সব শিরোপাই হাতছাড়া করল মিউনিখের ক্লাবটি। বায়ার্নের শিরোপা জিততে না পারার দায়ও এরপর এসে পড়ল কেইনের কাঁধে। যেন, ‘অভাগা যেদিকে যায়, সাগর শুকিয়ে যায়।’

অভাগা কেইনের কারণেই বায়ার্ন হারিয়েছে শিরোপা— এমন অপবাদের বোঝা কাঁধে নিয়েই চলতি মৌসুমটা শুরু করেছিলেন কেইন। আর মৌসুম শেষ হওয়ার আগেই রবিবার রাতে নিশ্চিত হলো কেইনের প্রথম শিরোপা। ১৫ বছর, ৬ ফাইনাল, ৬৯৪ ম্যাচ এবং ৪৪৭ গোলের পর অবশেষে কেইন জিতলেন একটা ট্রফি!

শিরোপাটা সহজে পাননি কেইন। বায়ার্নের ট্রফি নিশ্চিত হতে পারত গত সপ্তাহেই। কিন্তু প্রতিদ্বন্দ্বী লেভারকুসেন না হারায় নিশ্চিত হয়নি শিরোপা জয়। এরপর গত শনিবার রাতেও স্ট্যান্ডে বসে শিরোপা জয়ের অপেক্ষায় ছিলেন কেইন।

কিন্তু ২–০ গোলে পিছিয়ে পড়া বায়ার্ন সেদিন ঘুরে দাঁড়িয়েও শেষ পর্যন্ত জিততে পারেনি। শেষ মিনিটে গোল খেয়ে ম্যাচ ড্র করেছে ৩–৩ গোলে। ফলে আবারো পেছাল কেইনের উদ্‌যাপন। রবিবার রাতেও মনে হচ্ছিল আবার হয়তো পেছাবে শিরোপা জয়। ২–০ গোলে পিছিয়ে পড়া লেভারকুসেন একপর্যায়ে ২–২ গোলে সমতা ফেরায়। শেষ পর্যন্ত অবশ্য জয়সূচক গোলটি আর পায়নি তারা। আর লেভারকুসেনের গোল না পাওয়ায় নিশ্চিত হয় কেইনের ক্যারিয়ারের প্রথম ট্রফি।

লিগের হিসাব বাদ দিলেও কেইন ক্যারিয়ারে ছয়বার ফাইনাল খেলেছেন। টটেনহামের হয়ে খেলেছেন দুটি লিগ কাপের ফাইনাল এবং একটি চ্যাম্পিয়নস লিগ ফাইনাল। বায়ার্নের হয়ে হেরেছেন জার্মান সুপার কাপের শিরোপা–লড়াই এবং ইংল্যান্ডের হয়ে হেরেছেন টানা দুই ইউরোর ফাইনাল। এতবার ফাইনাল হারের পর কেইনের শিরোপা জিততে না পারাকে দেখা হচ্ছিল ‘অভিশাপ’ হিসেবেই। তবে কাল রাতে সেই অভিশাপকে কবর দিয়ে দিলেন কেইন।

বহু আরাধ্য এই শিরোপা জয়ের পর কেইনের উদ্‌যাপনও হয়েছে দেখার মতো। শিরোপা জয়ের আনন্দে বিশাল এক শ্যাম্পেনের বোতল নিয়ে সতীর্থদের সঙ্গে উদ্‌যাপন করতে দেখা গেছে কেইনকে। তার সঙ্গে ছিলেন জশুয়া কিমিখ, সার্জ নাব্রি ও এরিক ডায়ারও। উদ্‌যাপনের আনন্দে তাদের তখন ‘বব মার্লে অ্যান্ড দ্য ওয়ালের্স’–এর ধ্রুপদি গান ‘থ্রি লিটল বার্ডস’ও গাইতে দেখা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্‌যাপনের একাধিক ভিডিও এবং ছবিও পোস্ট করেছেন কেইন। যেখানে একটি ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা চ্যাম্পিয়ন’। আরেকটিতে লিখেছেন, ‘একসঙ্গে জিতেছি, একসঙ্গে উদ্‌যাপন করছি’; আর ছবির অ্যালবামের ক্যাপশনে লিখেছেন, ‘কী অসাধারণ অনুভূতি।’

হ্যাঁ, এমন অনুভূতি এবারই প্রথম পেলেন কেইন; তাই উদযাপনও চলতে থাকবে এটিই অনুমিত। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেপ্তার আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাস ব্রহ্মচারী গ্রেপ্তার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আজ জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বৈঠক আজ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪ হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলার অভিযোগে আটক ৫৪ সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী সৌদি পৌঁছেছেন ২৫ হাজার ৪২৮ বাংলাদেশি হজযাত্রী ফরিদপুরে গ্রামবাসীর দুপক্ষে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১ ফরিদপুরে গ্রামবাসীর দুপক্ষে টর্চ জ্বালিয়ে সংঘর্ষ, নিহত ১