weather ২৬.৯৯ o সে. আদ্রতা ৮৯% , মঙ্গলবার, ৭ অক্টোবর ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

অবসর নিয়ে নিলেন যুব বিশ্বকাপজয়ী প্রান্তিক

প্রকাশ : ১৩-০২-২০২৫ ১১:৪৬

ছবি : সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক
গত ২০২০ সালে বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী স্কোয়াডে ছিলেন বাঁহাতি ওপেনার প্রান্তিক নওরোজ নাবিল। সতীর্থরা যেভাবে এগিয়ে গেছেন, তার অগ্রগতি সেভাবে হয়নি। 

তবু ঘরোয়া ক্রিকেট নিয়মিত খেলতেন তিনি। কিন্তু ক্রিকেটের সঙ্গে পথচলা ২১ বছর বয়েসেই থামিয়ে দিলেন তিনি।

এই বাঁহাতি ব্যাটার জানিয়েছেন, ব্যক্তিগত সমস্যার কারণে খেলা ছেড়ে দিচ্ছেন তিনি। খেলা ছেড়ে আপাতত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে নিজের পড়াশোনায় মন দিতে চান।

তিনি বলেন, এটি ঠিক যে আমি ক্রিকেট ছেড়ে দিয়েছি, অবসরের সিদ্ধান্ত নিয়েছি। ব্যক্তিগত কারণটা প্রকাশ করতে না চাইলেও জানা গেছে স্বাস্থ্যগত কারণে এই সিদ্ধান্ত তার।

 বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে ক্রিকেট ছাড়ার বিশদ কারণ জানাবেন এই তারকা।

যুব বিশ্বকাপে কোন ম্যাচ না খেললেও সেই আসরে তার একটি সাক্ষাতকার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ২০২২ সালের যুব বিশ্বকাপেও খেলেন তিনি। ওয়েস্ট ইন্ডিজে সেই আসরে ৬ ম্যাচে করেছিলেন ৮৪ রান।

খুলনার হয়ে ওই বছর প্রথম শ্রেণীতে অভিষেক হয় প্রান্তিকের। ৭টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ৩০৫ রান, ও লিস্ট-এ সংস্করণে ২৮ ম্যাচ খেলে করেছেন ৬৩৩ রান। 

গত ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে শেখ জামালের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেছেন তিনি।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী গ্রেটা  থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল গ্রেটা থুনবার্গসহ ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে পাঠাচ্ছে ইসরায়েল দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি দায়িত্বে থাকা সরকারি চাকরিজীবীদের ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ অবসানের প্রচেষ্টায় সম্পৃক্ত সবাইকে দ্রুত এগোতে বললেন ডোনাল্ড ট্রাম্প ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু ভারতের জয়পুরে হাসপাতালে আগুন, ৮ রোগীর মৃত্যু