weather ১৮.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আইসিসির প্রধান নির্বাহী জিওফের পদত্যাগ

প্রকাশ : ২৯-০১-২০২৫ ১৫:১২

ছবি সংগৃহীত

রাঙামাটি প্রতিনিধি
বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস পদত্যাগ করেছেন। চার বছর এই পদ সামলেছেন তিনি। নতুন চ্যালেঞ্জের খোঁজে এই দায়িত্ব ছেড়েছেন বলে জানিয়েছেন তিনি।

অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদ গ্রহণ করেন ২০২১ সালের নভেম্বর মাসে। তার আগে মানু সাহনির পর আট মাস ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাহনিকে অবশ্য বরখাস্ত করা হয়। অ্যালারডাইস প্রধান নির্বাহীর পদে আসীন হওয়ার আগে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন ২০১২ সাল থেকে। তার আগে ছিলেন ক্রিকেট অস্ট্রেলিয়ায়।

পদ ছাড়া নিয়ে অ্যালারডাইস বলেছেন, ‘পদত্যাগের এটিই সঠিক সময়। পাশাপাশি নতুন চ্যালেঞ্জ খুঁজে নেওয়ারও।’

নিজের প্রতিক্রিয়ায় তিনি আরো বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য ছিল ভীষণ সম্মানের। বিশ্বব্যাপী ক্রিকেটের প্রসার থেকে শুরু করে আইসিসি সদস্যদের জন্য বাণিজ্যিক ভিত্তি স্থাপনে যে ফলাফল অর্জন করতে পেরেছি, তাতে আমি গর্বিত।’

উল্লেখ্য, আইসিসিরর চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব গ্রহণের দুই মাসের মধ্যেই পদ ছাড়লেন অ্যালারডাইস।

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প