weather ১৭.৯৯ o সে. আদ্রতা ৮৮% , শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

আমিনুল ইসলাম বুলবুলের চিঠিকে ঘিরে তোলপাড়

প্রকাশ : ২০-০৯-২০২৫ ১৫:৪৭

ছবি : সংগৃহীত

নঁওগা প্রতিনিধি
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলর মনোনীত হয়েছিলেন সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অনেকে। কাউন্সিলর মনোনীত ফর্ম বিসিবিতে জমাও হয়েছিল বেঁধে দেওয়া সময়ে। যেসব জেলা ক্রীড়া সংস্থা অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়ন দেয়নি, সেগুলো বাতিল করে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

১৮ সেপ্টেম্বর বিসিবি সভাপতির স্বাক্ষরিত একটি চিঠিতে নতুন করে অ্যাডহক কমিটির সদস্যদের থেকে কাউন্সিলর চাওয়া হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) বাধ্যবাধকতার কথা উল্লেখ করা হয়েছে তাতে। যদিও উচ্চ আদালতের নির্দেশনা ও বিসিবির বিদ্যমান গঠনতন্ত্রে (২০২৪ সালে সংশোধিত) কাউন্সিলর মনোনয়ন, নির্বাচন পরিচালনায় এনএসসির হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।

বিসিবির যে কোনো চিঠি ইস্যু করেন সিইও। গঠনতান্ত্রিকভাবে এই নিয়ম বিগত বছরগুলোতে অনুসরণ করা হয়েছে। 

১ সেপ্টেম্বর কাউন্সিলর চেয়ে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় রেজিস্টার ডাকযোগে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে সিইও নিজামউদ্দিন চৌধুরী স্বাক্ষর করেছিলেন।

বিসিবির গঠনতন্ত্রে উল্লেখ আছে, জেলা বা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে একজন সাবেক খেলোয়াড় বা ক্রীড়া সংগঠককে কাউন্সিলর করতে হবে। জেলা ক্রীড়া সংস্থা বলতে ক্লাব, আম্পায়ার্স, স্কোরার, ম্যাচ রেফারিসহ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্তদের বোঝায় বলে জানান সিরাজউদ্দিন।

বিসিবির নির্বাচন ঘিরে কাউন্সিলর তালিকা জমা দেওয়ার সময় সাধারণত বাড়ানোর প্রয়োজন হয় না। এবার দুই দফা সময় বাড়ানো হয়েছে কাউন্সিলরের নাম পাঠানোর জন্য। বৃহস্পতিবার বিজ্ঞপ্তি দিয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সময় বাড়ায় বোর্ড।

সাধারণ নিয়ম হলো নির্বাচন কমিশন গঠনের পর নির্বাচনের যাবতীয় কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করে কমিশন। সে হিসেবে ৬ সেপ্টেম্বর থেকে নির্বাচন কমিশন কার্যকর হলেও এখন পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেনি।

সূত্র জানায়, বিসিবি থেকে মিডিয়ায় কথা বলতে বারণ করে দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনারকে। কাউন্সিলর বাতিল ও অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর মনোনয়নের চিঠি ইস্যু নিয়ে সংগঠকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিরাজউদ্দিন বলেন, সভাপতির পদের মর্যাদা থাকছে না। যে কাজ কখনো হয়নি, তা এখন দেখতে পাচ্ছি। সভাপতি চিঠিতে স্বাক্ষর করে বাজে দৃষ্টান্ত তৈরি করলেন। বিসিবির গঠনতন্ত্র ভালো করে পড়ে নিলে ভালো করতেন তিনি। গঠনতন্ত্রের কিছুই মানছেন না সভাপতি। দেশের ক্রিকেটের জন্য এটি ভালো হচ্ছে না।

বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন (ডিডিএসওএ) বিসিবি সভাপতির জারি করা চিঠির প্রতিবাদ ও সঠিক পদক্ষেপ নিতে জেলা ও বিভাগীয় কমিশনার বরাবর আবেদন জমা দিয়েছে শুক্রবার; যেখানে বিসিবির ও জেলা ক্রীড়া সংস্থার নীতিমালা সংযোজন করা হয়েছে। 

পিপলসনিউজ/আরইউ

-- বিজ্ঞাপন --


CONTACT

ads@peoplenewsbd.com

লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে খালেদা জিয়াকে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে সাগরতলে সবচেয়ে দীর্ঘ ও গভীর সড়ক বানাচ্ছে নরওয়ে বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ বায়ুদূষণে আজ শীর্ষে ঢাকা, বাতাস ‘ঝুঁকিপূর্ণ’ রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী রাজধানীতে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল নরসিংদী নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প নিউইয়র্কের ৮ অভিবাসন বিচারককে বরখাস্ত করলেন ট্রাম্প